রবিবার , ৩১ ডিসেম্বর ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

জেলা তথ্য অফিসের উদ্দ্যোগে ইমামদের সাথে আলোচনা ও মতবিনিময় সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ৩১, ২০২৩ ৯:২৯ অপরাহ্ণ

জেলা তথ্য অফিস দিনাজপুর এর আয়োজনে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়, গণ যোগাযোগ অধিদপ্তরের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের মিলনায়তনে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা তথ্য অফিস দিনাজপুর এর সহকারী পরিচালক মোঃ আলমগীর কবির এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক মোঃ আলমগীর হায়দার, ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেক থানা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ লোকমান হাকিম। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী রোস্তম আলী সরকার। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনাকে সমন্বিত রাখতে ধর্মীয় নেতাদের যথেষ্ট অবদান রয়েছে। একটি উন্নত বাংলাদেশ গড়তে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একদিন যে স্বপ্ন দেখেছিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ সারাবিশ্বে একটি রোল মডেল দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। তিনি ইসলাম প্রচার ও প্রসারের জন্য সারাদেশে ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণের কার্যক্রম বাস্তবায়ন করছেন। স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে এবং তথ্য ও প্রযুক্তির অবাধ ব্যবহারে এদেশকে আমরা স্মার্ট বাংলাদেশের পথে নিয়ে যাবো।

সর্বশেষ - ঠাকুরগাঁও