মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ বিশিষ্ট রাজনীতিবিদ বোচাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মোঃ নজরুল ইসলাম নজুর সহধর্মীনি মোছাঃ সাহিদা ইসলাম (৫৪) এর দাফন শুক্রবার সমপন্ন হয়েছে। বিকাল পোনে ৫ টায় মেলাগাছি মাঠে মরহুমার নামাজের জানাজা শেষে তার মরদেহ মেলাগাছি গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ থাকে গত বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা জাতীয় হৃদ রোগ ইন্সটিটিউড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহিদা ইসলামের মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি, স্বামী, একপুত্র ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখেগেছেন। মরহুমার নামেজ জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সহ সকল পেশাজীবি সংগঠনের মানুষ অংশ নেয়। তার মৃত্যুতে বোচাগঞ্জ উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মীর মোশারফ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ শামসুল আলম গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।