বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ বোদা থানা এলাকায় মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, জায়গা জমি নিয়ে বিরোধ সহ প্রভৃতি অপরাধ নির্মুলে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বোদা থানা পুলিশ। এরই স্বীকৃতি হিসেবে বৃহস্পতিবার (১১ জানুয়ারী) পঞ্চগড় জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক কর্ম মুল্যায়নে ডিসেম্বর/২০২৩ মাসের শ্রেষ্ঠ থানা হিসেবে বোদা থানাকে নির্বাচিত করায়, একই সাথে সার্বিক কর্মমুল্যায়নে বোদা থানার এসআই মোঃ আব্দুস সালামকে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত করেন পঞ্চগড় জেলার পুলিশ সুপার এস, এম সিরাজুল হুদা। এজন্য বোদা থানা পুলিশের পক্ষ থেকে রংপুর রেঞ্জ পুলিশের ডিআইজি বিপিএম মোঃ আব্দুল বাতেন, অতিরিক্ত ডিআইজি পিপিএম এস. এম রশিদুল হক ও পঞ্চগড় পুলিশ সুপার এস এম সিরাজুল হুদাকে ধন্যবাদ জানিয়েছেন। মোজাম্মেলহক হক গত ১৩ ডিসেম্বর বোদা থানায় ওসি হেসেবে যোগদান করেন। মাত্র ১৮ দিনে তিনি বোদায় মাদক দ্রব্য বিক্রি ও সেবনকারীদের আইনের আওতায় এনেছেন। অনেক মাদক ব্যবসায়ীকে তিনি মাদক সহ গ্রেফতার করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক ছিল। জাতীয় সংসদের নির্বাচন কোন প্রকার সংঘাত ছাড়াই সুষ্ঠু ভাবে সম্পন্œ করতে পেরেছেন। তিনি বোদা থানাকে মাদক, জঙ্গী, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, যৌতুক, নারী নির্যাতন, বাল্যবিবাহ, সাইবার ক্রাইম, আত্মহত্যার প্রবনতা রোধ সহ প্রভৃতি অপরাধ নিয়ন্ত্রণ করে বোদা থানাবাসিকে একটি মডেল থানা উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।