শুক্রবার , ১২ জানুয়ারি ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

জীবন সংগ্রামের বুড়ি হেমরমের বাড়ীতে ছুটে গেলেন ইউএনও

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১২, ২০২৪ ৯:২৮ অপরাহ্ণ

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\অভাবের তাড়নায় মানুষের কাছে হাত না পেতে শাক পাতা কুড়ানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন বয়সের ভাড়ে নুইয়ে পড়া বুড়ি হেমরম (৭১)। তিনি পুকুর পাড়, জমির ড্রেন, কৃষি জমি হতে বিভিন্ন জাতের সবুজ শাক ও শাক পাতা সংগ্রহ করেন এবং কখনও পায়ে হেটে আবার কখনও ভ্যানে চেপে ৪ কিলোমিটারের পথ পাড়ি দিয়ে বীরগঞ্জ পৌরবাজারে সংগৃহিত শাক ও শাকপাতা বিক্রি করেই সংসারের খরচ চালান।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের ক্ষুদ্র নৃ-ত্বাত্তিক গোষ্ঠীর বাসিন্দা বুড়ি হেমরমের স্বামী পালু মুরমু ৬ বছর আগে মারা যান। স্বামীর মৃত্যুর পর অভাবের তাড়নায় সকল প্রতিবন্ধকতাকে পিছনে ফেলে শাকপাতা কুড়ানোকে পেশা হিসেবে বেছে নিয়েছেন তিনি। সহায় সম্পদ বলতে ছিন্ন কুটির আর বসত ভিটা আর কিছুই নাই। পরিবারে এক ছেলে ও চার মেয়ে তার। মেয়েদের বিয়ে হয়ে গেছে। একমাত্র ছেলে বুদু মুরমু বিয়ে করে সংসারি হয়েছেন এবং ছেলের সংসারে থাকেন তিনি। কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার উর্ধগতিতে সংসারে বাড়ছে টানাপোড়া। ছেলের একার উপার্জনে সংসার চালাতে দিন দিন বাড়ছে দেনা। অভাব অনটন যেন লেগেই থাকছে সংসারে। এ সব থেকে মুক্তি পেতে মানুষের দ্বারে দ্বারে না গিয়ে নিজের পায়ে দাঁড়ানোর কঠোর সংগ্রামে নেমে পড়েন বুড়ি হেমরম।
শুক্রবার প্রচন্ড কনকনে শীত উপেক্ষা করে শরীরে একটি মাত্র চিন্ন চাদর পেঁচিয়ে অভাবের তাড়নায় পৌর বাজারে শাক বিক্রয় করতে আসে আদিবাসী বৃদ্ধা বুড়ি হেমরম। তার এমন একটি ছবি স্থানীয় সংবাদকর্মীর ফেইসবুকে দেখতে পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী তাৎক্ষণিক ভাবে বুড়ি হেমরমের বাড়িতে ছুটে যান। এ সময় তিনি শীত নিবারণের জন্য পরিবারটি কম্বল এবং থাকার জীর্ণ ঘরটি মেরামতের আর্থিক সহযোগিতা প্রদান করেন।
উপজেলা নির্বাহী অফিসার হঠাৎ করে তার বাড়ীতে এমন পরিস্থিতি আবেগপ্লুত হয়ে বুড়ি হেমরম বলেন, জীবনের শেষ বেলায় ইউএনও দেখা পাইছি। আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে এলাহী বলেন, এটি আমাদের নৈতিক দায়িত্ব। আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি মাত্র। আমাদের সমাজে অনেক অসহায় মানুষ আছে যাদের খোঁজ আমরা জানি না বলেই তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি না। সমাজের সকলেই যদি তাদের পাশে দাঁড়াই এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেই তাহলে তাদের কিছুটা হলেও দুর্ভোগ লাঘব হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত

বোদায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

দিনাজপুরে রথযাত্রা অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা সারাবিশে^র অসাম্প্রদায়িকতা ও মানবতার সেতু বন্ধন

পেঁয়াজ রপ্তানিতে নির্ধারিত মূল্য তুলে নিলো ভারত

বোচাগঞ্জের সায়মা পারভেজ রিসোর্ট বিনোদন প্রেমীদের পদচারনায় মুখরিত

হরিপুরে ইউপি সদস্যেদের শপথ গ্রহণ অনুষ্ঠিত।। বিস্তারিত জানতে টাচ্ করুন

পীরগঞ্জে কোষারানীগঞ্জ ইউনিয়ন জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য  নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

ঘোড়াঘাটে কৃষক দলের সদস্য নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত

বীরগঞ্জে অগ্নিকান্ডে ৪০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

দিনাজপুরে জিও, এনজিওদের সাথে প্রজেক্ট অগ্রগতি বিষযক মতবিনিময সভা