হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাসিক আইন শৃঙ্খলা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) বিকালে হরিপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মডেল মসজিদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হাসান মুকুলের সভাপতিত্ব মাসিক আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এমপি আলহাজ্ব দবিরুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রুবেল হুসেন, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম পুস্প, মোতাহারা পারভীন সুমী, ১নং গেদুড়া ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলামসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগন ও ইউপি চেয়ারম্যানগণ।
মাসিক আইন শৃঙ্খলা সভা শেষে উপজেলা পরিষদের আয়োজনে মডেল মসজিদ সম্মেলন কক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।