ঠাকুরগাঁও : রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, প্রতিটি জেলাকে রেলওয়ের সঙ্গে অন্তর্ভুক্ত করা হবে। আগামীতে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে রেলের মাধ্যমে ভারতের শিলিগুড়ি এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশন পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা হবে। এতে বাংলাদেশের সাথে ভারত, ভুটান ও নেপালের সাথে যোগাযোগ আরো সহজতর হবে।
তিনি বলেন, বিএনপি জামায়াত জোট যখন ক্ষমতায় এসেছিল তখন রেলওয়ের ১২ হাজার কর্মকর্তা-কর্মচারিকে ছাঁটাই করে। রেলওয়েকে ধ্বংসের মধ্যে ফেলেছিল। আর এখন সরকার রেলওয়ের উন্নয়ন করছে।
রেলপথ মন্ত্রী বলেন, যমুনা নদীর উপর বঙ্গবন্ধু দ্বিতীয় সেতু নির্মান এবং তার পর উপর শুধু রেল চলাচল করবে সেই কাজও শুরু হয়েছে। রেলযাত্রায় সময় বাঁচাতে ডাবল লাইন নির্মানের পকিল্পনা রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, মংলাবন্ধর পর্যন্ত রেল যোগাযোগের কাজ চলছে, আশা করছি আগামী বছরের জুনের মধ্যে রেল চলাচল শুরু হবে।
তিনি সোমবার দুপুরে ঠাকুরগাঁও রোড রেল স্টেশন উচু ও বর্ধিত প্ল্যাটফরম নির্মান কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
রেলওয়ের পশ্চিম অঞ্চলের মহাব্যবস্থাপক মিহির কান্তি গুহের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্যদেন-রেলপথ মন্ত্রনালয়ের সচিব সেলিম রেজা, রেলওয়ের মহাব্যবস্থাপক ডিএন মজুমদার, জেলা প্রশাসক কেএম কামরুজ্জামান সেলিম, পুলিশ সুপার মো.জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান সাদেক কুরাইশী, নব নির্বাচিত মেয়র আঞ্জুমান আরা বন্যা।
পরে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এমপি ঠাকুরগাঁও রোড রেল স্টেশন পরিদর্শন করেন।