শুক্রবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনাজপুরে প্রথমপ্রহরে মানুষের ঢল

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৩, ২০২৪ ৯:৪৮ পূর্বাহ্ণ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে দিনাজপুরে প্রথমপ্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল নামে। গোর এ শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টার পর প্রথম প্রহরে যৌথভাবে পুষ্পার্ঘ্য অর্পন করেন এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান এমপি, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার ইফতেখার আহমেদসহ অন্যান্য কর্মকর্তারা।
পরে পুষ্পার্ঘ্য অর্পন করেন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারি, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক পেশাজীবি সংগঠন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পন করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা কমিটির সাধারন সম্পাদক আহমেদ শফি রুবেলসহ অন্যান্যরা।
ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত আবারো সাধারন মানুষের ঢল নামে শহীদ মিনারে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ নিজ নিজ এলাকার শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পন করে শ্রদ্ধা জানানো হয়েছে। এসময় ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদী চত্ত¡র।

সর্বশেষ - ঠাকুরগাঁও