পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি-বৃহস্পতিবার পার্বতীপুরে দৈনিক যুগান্তরের ২৫-তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে এ উপলক্ষ্যে ১০ পাউন্ড ওজনের কেক কাটেন সাবেক মন্ত্রী দিনাজপুর জেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এম,পি। এসময় তার সাথে ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার, পৌর মেয়র আমজাদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন ও রুকশানা বারী রুকু, মডেল থানার অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়, ইউপি চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম সোহাগ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এক মনোজ্ঞ আলোচনা সভায় সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তর পার্বতীপুর প্রতিনিধি মুসলিমুর রহমান। এমপি ফিজার বলেন, যুগান্তর পত্রিকাটি ২৫ বছরে পদার্পণ করেছে সে জন্য অভিনন্দন। আমরা আশাকরি, দৈনিক যুগান্তর শেষ পর্যন্ত মূল ধারাতে যেন থাকে সেটাই আমাদের কাম্য। তিনি আরও বলেন, পত্রিকাটি ধারাবাহিকতা ও পাঠকের গ্রহণযোগ্যতা ধরে রেখেছে, এজন্য অভিনন্দন। আলোচনা শেষে স্বজনদের মিষ্টিমুখ করানো হয়।