দিনাজপুরে ওয়াজ মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র জন্য দোয়া চেয়েছেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ইসহাক চৌধুরী।
গত বুধবার রাতে দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নের মুরাদপুর জোতবহবল সরকার পাড়া মাঠে ওয়াজ মাহফিলে সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ ইসহাক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, মহান আল্লাহতায়ালা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন দীর্ঘ হায়াত দান করেন। তার জন্য আপনারা আল্লাহ সুবহানাতায়ালার কাছে দোয়া করবেন। আল্লাহ যেন শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন। শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। পাশাপাশি তিনি দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র জন্য সকলের নিকট দোয়া কামনা করেন।
ওয়াজ মাহফিলে মুরাদপুর পাঁচপাড়া জামে মসজিদের সভাপতি মো. আইয়ুব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিরল উপজেলা উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. ইসরাইল হোসাইন, প্রধান বক্তা ছিলেন বগুড়া বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওঃ শেখ আবু ইউসুফ, দ্বিতীয় বক্তা ছিলেন বগুড়া ফারেগে জামিল মাদ্রাসার খতিব আলহাজ্ব মাওঃ ইউসুফ নিজামী সাহেব, তৃতীয় বক্তা ছিলেন মাওঃ আবু রায়হান রহমানি। ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক রতন মেম্বার, উথরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।