ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসরনের দাবীতে চলছে শিক্ষার্থীদের আন্দোলন।
দীর্ঘদিনের নানা অনিয়ম নিয়ে শিক্ষার্থীরা প্রতিবাদ করলে, গত ২০ফেব্রæয়ারী কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের বরণ করা নিয়ে সাংসদ কলেজ কর্তৃপক্ষের আচরনে ক্ষোভ প্রকাশ করে অনুষ্ঠান ত্যাগ করার পর আন্দোলনে নামে শিক্ষার্থীরা।কলেজ চত্তরে চলছে শিক্ষার্থীদের মানববন্ধন, এরই ধারাববাহিকতায় সকাল ১০টা থেকে ১১টা প্রর্যন্ত কলেজ চত্বরে অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন ও উপাধাক্ষ্য মোঃ আহসান হাবীবের অপসরন দাবীতে সাধারণ শিক্ষার্থীরা ঘন্টাব্যাপি মানববন্ধন করেন।
মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তৌহিদুজ্জমান রাসেল, সাধারণ সম্পাদক রাজিউল ইসলাম রাজু, প্রচার সম্পাদক তানভির আহম্মেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদ সহ সসাধারন শিক্ষার্থীরা।মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কলেজ শাখা ছাত্রলীগ সভাপতি তৌহিদুজ্জমান রাসেল বলেন, বার্ষিক ক্রিড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অথিতিদের একই ফুল দিয়ে বরণ করার চেষ্টা করে কলেজ কর্তৃপক্ষ, এতে অতিথিগণ অপমান বোধ করায় স্থানীয় সাংসদ অনুষ্ঠান ত্যাগ করেন। একারনে শিক্ষার্থীরাও অনুষ্ঠান বর্জন করেন।
তিনি বলেন, ফুলবাড়ী সরকারি কলেজ অব্যবস্থাপনার মধ্যদিয়ে পরিচালনা করা হচ্ছে। এখানে কোন পানি সাপ্লই ব্যবস্থা নেই, কোন বিনেদোন মূলকস্থান নেই, ভালো কোন বসার জায়গা নেই, ছাত্রাবাসে ভাল থাকার ব্যবস্থা নেই, লাইটগুলোর নিভু নিভু অবস্থা, ওয়াশরুমগুলোতে যাওয়ার কোন উপায় নেই, কলেজ ক্যাম্পাসের চারপাশে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকের ছড়াছড়ি দেখার কেউ নেই। কলেজের লেখাপাড়া সঠিক ভাবে হচ্ছে কি না, সে দিকে কোন নজর নেই। এ কারনে তারা অধ্যক্ষ ও উপাধাক্ষ্যর অপসরনের দাবীতে আন্দোলনে নেমেছেন।
এ বিষয়ে উপাধ্যক্ষ আহসাব হাবীব কোন কথা বলতে রাজি হয়নি। অন্যদিকে ফুলবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলতাফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, রাজনৈতিকভাবে তাকে হয়রানির জন্য একটি রাজনৈতিক সংগঠন আন্দোলন করছে বলে জানান।