বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\প্রতিবন্ধী ব্যক্তিবৃন্দের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবাসমুহে অধিকতর অন্তর্ভুক্তির জন্য উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তাদের সহ এক কর্মশালা বৃহস্পতিবার (২২ ফেব্রæয়ারি) পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন কোর কম্প্রিহেনসিভ (বিএফটিডবিøউ) প্রকল্পের আওতায় আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড় অফিস এই কর্মশালার আয়োজন করে। বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজিরের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মকলেছার রহমান জিল্লুৃ,মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষি রাণী বর্মন,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.আব্দুস সোবহান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান ও আরডিআরএস বাংলাদেশ পঞ্চগড়ের কমিউনিটি ডিভেলপমেন্ট সুপারভাইজার মো.শফিকুল ইসলাম । কর্মশালায় সরকারি কর্মকর্তা,এনজিও কর্মী, আরডিআরএস বাংলাদেশ এর বিভিন্ন ইউনিয়ন ফেডারেশনের চেয়ারম্যান,সাংবাদিক ও প্রতিবন্ধী স্কুলের শিক্ষকগণ অংশ নেয়।