দিনাজপুর প্রতিনিধি \
ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি কার্যক্রমে দিনাজপুরের খানসামায় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে তাদের শোকজ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন-ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাজেদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মমিনুল হক।
এর আগে বৃহস্পতিবার টিসিবির সুবিধাভোগীদের কার্ড দিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা গোপনে পণ্য উত্তোলন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি অনিয়মের সত্যতা পান।
খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক পরিদর্শনে গিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
জানা যায়, খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউপির টিসিবি সুবিধার আওতায় রয়েছেন ৩ হাজার ৫০০জন। এরা প্রত্যেক ৪৭০টাকার বিনিময়ে প্রতি মাসে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারেন। তবে পরিচিত পরিবারের কার্ড হালনাগাদ চলমান থাকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকৃত সুবিধাভোগীদের না জানিয়ে নিজের খেয়ালখুশি মতো করে টিসিবির পণ্য উত্তোলন করেন।
এ বিষয়ে ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, অফিস প্রধান হিসেবে কারণ দর্শানোর চিঠি পেয়েছি। নির্ধারিত সময়ে লিখিত জবাব প্রদান করবো। অনিয়মের বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের ইউএনও মহোদয় ডেকেছেন এতটুকুই।