শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম অভিযোগে ইউপি চেয়ারম্যান-মেম্বারকে শোকজ

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ৮:৪৫ পূর্বাহ্ণ

দিনাজপুর প্রতিনিধি \
ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) এর পণ্য বিক্রি কার্যক্রমে দিনাজপুরের খানসামায় ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠেছে।এই ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে তাদের শোকজ করা হয়েছে।
অভিযুক্তরা হলেন-ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল, ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মাজেদুল ইসলাম ও ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মমিনুল হক।
এর আগে বৃহস্পতিবার টিসিবির সুবিধাভোগীদের কার্ড দিয়ে ইউপি চেয়ারম্যান-মেম্বাররা গোপনে পণ্য উত্তোলন করেন। খবর পেয়ে ঘটনাস্থলে আকস্মিক পরিদর্শনে যান ইউএনও। এ সময় তিনি অনিয়মের সত্যতা পান।

খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় আকস্মিক পরিদর্শনে গিয়ে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় ইউপি চেয়ারম্যান ও দুই ইউপি সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের লিখিত জবাব অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউপির টিসিবি সুবিধার আওতায় রয়েছেন ৩ হাজার ৫০০জন। এরা প্রত্যেক ৪৭০টাকার বিনিময়ে প্রতি মাসে ৫ কেজি চাল, ২ লিটার সয়াবিন তেল ও ২ কেজি মসুর ডাল ক্রয় করতে পারেন। তবে পরিচিত পরিবারের কার্ড হালনাগাদ চলমান থাকায় ইউপি চেয়ারম্যান ও সদস্যরা প্রকৃত সুবিধাভোগীদের না জানিয়ে নিজের খেয়ালখুশি মতো করে টিসিবির পণ্য উত্তোলন করেন।

এ বিষয়ে ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, অফিস প্রধান হিসেবে কারণ দর্শানোর চিঠি পেয়েছি। নির্ধারিত সময়ে লিখিত জবাব প্রদান করবো। অনিয়মের বিষয়ে তিনি বলেন, এই ঘটনায় দুই ইউপি সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের ইউএনও মহোদয় ডেকেছেন এতটুকুই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসককে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী প্রদান

ঠাকুরগাঁওয়ে আবার বন্ধ রেশম কারখানা

পঞ্চগড় জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি মতিয়ার, সম্পাদক সাইফুল

প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীর অর্থায়নে পরিচালিত আদিবাসী বিদ্যালয়ের শিক্ষকদের সম্মানী বন্ধ !

দিনাজপুরে আন্তর্জাতিক জাতিগত বৈষম্য বিলোপ দিবস উদযাপন

আটোয়ারীতে পৃথক পৃথক অপরাধে ৪জনের জরিমানা আদায়

ঠাকুরগাঁওয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আলোচনা সভা

হাবিপ্রবিতে স্নাতকোত্তর শিক্ষার্থীদের সায়েন্টিফিক পেপার এবং থিসিস লেখার প্রশিক্ষণ

বাজার নিয়ন্ত্রণে বেড়েছে কাঁচামরিচ আমদানি

পঞ্চগড়ে প্রতিবন্ধী ব্যক্তিদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমূহে অধিকতর অন্তর্ভূক্তির জন্য কর্মশালা