বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ইশানিয়া ইউনিয়নে বেসরকারী এনজিও গুড নেইবারস্ বাংলাদেশ গ্রামের পিছিয়ে পরা মেয়েদের শিক্ষায় সাবলম্বী করে গড়ে তোলার লক্ষে প্রায় ২ কোটি টাকা ব্যায়ে একটি বালিকা উচ্চ বিদ্যালয় নির্মানের কাজ শুরু করেন।
বৃহস্পতিবার বেলা ১১টায় হোপ লেটার প্রজেক্টের অর্থায়নে নির্মিত গুড নেইবারস আশা বালিকা উচ্চ বিদ্যালয়ের শুভ উদ্বোধন করা হয়। গুড নেইবারস্ বাংলাদেশ এর কান্ট্রি ডিরেক্টর এম মাঈনউদ্দিন মইনুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ আনিসুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের চেয়ারম্যান রমিজা চৌধুরী, বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আহসান হাবীব, বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুড নেইবারস্ বাংলাদেশ বোচাগঞ্জ সিডিপির প্রকল্প ব্যবস্থাপক বিপুল রেমা।