বোদা(পঞ্চগড়)প্রতিনিধি\ স্ত্রীর পরকীয়ায় সহ্য করতে না পেরে বউয়ের বড় ভাইয়ের বাড়িতে এসে আত্মহত্যা করে দেবারু। মঙ্গলবার বিকালে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বানিয়াপাড়া এলাকায় এন্তাজুল এর বাসায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম দেবারু(৩৮)। তার বাড়ি একই উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ফিনদাইলবাড়ি পাড়া গ্রামে। সে ওই এলাকার শুকুর আলীর ছেলে। স্থানীয়রা জানান,নিহত দেবারু ও তার স্ত্রী দীর্ঘদিন যাবত ঢাকার একটি বে- সরকারী কোম্পানিতে চাকুরী করেন। এ সময় তার স্ত্রী এক ব্যক্তির সাথে পরকীয়ায় জোড়ান। পরকীয়া প্রেমিক ও তার নির্যাতনে একাধিকবার অভিযোগ করেন তার শ্বশুর বাড়ির লোকজনের কাছে। স¤প্রতি নিজ এলাকায় দেবারু ও তার স্ত্রী ঈদের জন্য বাসায় আসলে সেখানেও তাকে নির্যাতন করা হয়। মঙ্গলবার দেবারুর স্ত্রী তার স্বামীকে রেখে ঢাকায় যায়। এ ঘটনায় সকালে স্ত্রীর বড় ভাইয়ের বাসায় অভিযোগ করতে আসেন সে। অভিযোগ করার পরেও শশুরবাড়ির লোকজনের কাছ থেকে কোনরকম সারা না পেয়ে সে সবার অজান্তে স্ত্রীর বড় ভাইয়ের ঘরের ফ্যানের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। নিহতের পরিবারের সদস্যরা জানান,বিয়ের পর হতে সংসারের স্বচ্ছলতা ফেরাতে ঢাকায় পাড়ি জমায় তারা ।এরই পরকীয়া জড়ান দেবারুর স্ত্রী । এ নিয়ে বারবার তাদের মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। তার বড় ভাইয়ের কাছে সেই অভিযোগ করতে এসে সুরাহা না পেয়ে সে আত্মহত্যা করেন। এলাকাবাসীরা জানান, প্রায় সময় নানা অভিযোগ নিয়ে নিহত ব্যক্তি তার শশুর বাড়ির লোকজনের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় বোদা থানার অফিসার্স ইনচার্জ মো.মোজাম্মেল হক জানান, কি কারনে আত্মহত্যা করেছে তা তদন্ত করলে জানা যাবে। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। তদন্ত রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।