সোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পবিত্র শবে বরাত উপলক্ষে বসেছে একদিনের মেলা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ

দিনাজপুরের ঐতিহ্যবাহী চেহেলগাজী মাজারে পবিত্র শবে বরাত উপলক্ষে একদিনের মেলা বসেছে। মাজার ও কবর জিয়ারতে আসা মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে মাজার এলাকা। পসরা সাজিয়ে বসেছে দোকানিরা।
রোববার (২৫ ফেব্রæয়ারি) শেষ বিকেলে গিয়ে দেখা যায়, হাজারও মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে চেগেলগাজী মাজার এলাকা। সব ধর্মের মানুষ এ মেলায় ভিড় জমিয়েছেন।
কবর জিয়ারতে আসা মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, বছরে দুইবার এ মেলা বসে। একবার পবিত্র আশুরায়, আরেকবার শবে বরাতে। তবে কবে থেকে এ মেলা বসতে শুরু করেছে তা কেউ নির্দিষ্ট করে বলতে পারেননি। বৃদ্ধ থেকে শুরু করে সবারই একটাই কথা জন্ম থেকেই এ মেলা তারা দেখে আসছেন। অনেকের ধারণা মাজার যখন হয়েছে তখন থেকেই মেলা বসে।
মেলায় দুল চুরি ফিতাসহ,মাটির তৈরি হাড়িপাতিল, খেলনা, তৈজসপত্র, কাপড় থেকে শুরু করে খাবারের দোকান নিয়ে বসেছেন দোকানিরা। শবে বরাতের রজনীর আগে দুপুর থেকে পরেরদিন দুপুর পর্যন্ত চলে এ মেলা।
তবে মেলায় কোনো গান বাজনা চলে না। সারারাত চলে কোরআন খতম আর কবর জিয়ারত। ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে দান করেন। এ মেলায় শুধু দিনাজপুরের নয় আশপাশের ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার ধর্মপ্রাণ মানুষও আসেন।
২০ বছর ধরে মেলায় দোকান নিয়ে আসেন কামার বিরেন শাহা। তিনি দা, ছুরি চাকু, বটি, কোদাল, খন্দিসহ বিভিন্ন সাংসারিক কাজে ব্যবহার্য জিনিসপত্র নিয়ে এসেছেন। তিনি বলেন, বছরে দুইবার পবিত্র আশুরা ও শবে বরাতে মেলা বসে। ছোট বেলায় দাদা-বাবারা মেলায় দোকান নিয়ে আসতেন। এখন আমিই দোকান নিয়ে আসি।
বাদাম বিক্রেতা কামল হোসেন বলেন, মেলায় ১০ মণ বাদাম এনেছি। সব বাদাম বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মাজার ঘিরে রয়েছে একটি মসজিদ। মসজিদ ও মাজারের খাদেম মো. মোমিনুল ইসলাম জানান, প্রত্মতত্ত¡ বিভাগের একদল গবেষক নকশা দেখে মসজিদটি সুলতানি আমলের নিদর্শন বলে জানিয়েছেন। এছাড়া মসজিদে নির্মাণকাল নির্দেশক তিনটি শিলালিপি ছিল। এর একটি দিনাজপুর জাদুঘরে সংরক্ষিত রয়েছে। এ শিলালিপি থেকে জানা যায়, ১৪৬০ সালে মসজিদটি নির্মাণ করা হয়। সে হিসাবে এ স্থাপনার বয়স ৫৬৩ বছর। ধারাণা করা হয় যখন থেকে মাজার প্রতিষ্ঠিত হয়েছে। তখন থেকেই মেলা বসছে।
চেহেলগাজী মসজিদের পেশ ইমাম হাফেজ মো. আফজালুল হক বলেন, ইরাকের বাগদাদ থেকে ইসলাম ধর্ম প্রচারে আসা ৪০ গাজীর সঙ্গে গোপাল রাজার যুদ্ধ চলাকালে ৩৭ জন শহীদ হন। শেষ পর্যন্ত যুদ্ধ করেন তিনজন এবং জয়লাভ করেন। পরবর্তীতে তারা মৃত্যুবরণ করলে তাদেরও এখানে সমাহিত করা হয়। তাদের কবর ঘিরেই এ মাজার। ওই তিন গাজী মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি জয়নুদ্দিন বাগদাদি।তিনি আরও বলেন, মসজিদ ও মাজার চত্বরে পুরোনো তিনটি কবর আছে। এরমধ্যে একজনের নাম-পরিচয় পাওয়া যায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মধ্যপাড়া পাথর খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

বীরগঞ্জে ঘন কুয়াশা, বেড়েছে শীতের তীব্রতা, তিন’দিন ধরে দেখা মিলছে না সূর্যের

বীরগঞ্জে অগ্নিকান্ডে মুদি দোকানের ১০লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের  বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

বিভিন্ন দাবীতে কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বিক্ষোভ সমাবেশ-স্বারকলিপি প্রদান

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা

দিনাজপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ‘প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ’ শুরু

পীরগঞ্জে সত্যেন সেনের জন্ম তিথি উপলক্ষে উদীচীর আলোচনা সভা

খানসামায় ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন ৬০০ রোগী

ঠাকুরগাঁওয়ে প্রতিবেশি শিশু ধর্ষণের ঘটনায় যুবক আটক

দিনাজপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা নামাজ আদায়