দিনাজপুর প্রতিনিধি \
দিনাজপুর শহরের এক বাড়িতে যখন-তখন দেখা যাচ্ছে আগুন। এই আগুন কখনো পড়নের কাপড়ে, কাপড় শুকানো রশিতে আবার কখনো বিছানায় দেখা যায়। এক পাশে আগুন নেভালে, ধরছে আরেক পাশে। আগুন বেশিরভাগ সময় রাতে ধরে। এতে ক্ষতি হয়েছে। রহস্যজনক এ আগুনে স্থানীয়দের মাঝে বিরাজ করছে আতঙ্ক। জ¦ীন ভূতের কান্ড মনে করে ইতোমধ্যে ওই বাড়ি ছেড়েছেন দুই ভাড়াটিয়া। এদিকে আগুন লাগার এ ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত পরিবারটি এবং চেয়েছেন প্রশাসনের সহযোগিতা।
ঘটনাটি দিনাজপুর শহরের পৌর এলাকার ইন্দ্রার মোড় এলাকার রফিকুল ইসলামের বাড়ীতে এ অবস্থা।
গত ১০ ফেব্রæয়ারি ঐ বাড়ির একটি ঘরে বিছানার চাদরে আগুনের সূত্রপাত দেখা যায়। এ নিয়ে ১৬ দিন ধরের ঘটছে এই রহস্যজনক আগুন লাগার ঘটনা। দুস্কৃতিকারী মনে করে এ নিয়ে কোতয়ালী থানায় জিডি করলেও পরে আগুনের গতিবিধি নিয়ে সন্দেহ হয় ওই বাড়িওয়ালা রফিকুল ইসলামের। দিনে অন্তত ৩-৪ বার ঘটছে আগুনের ঘটনা। ঘরের বিভিন্ন কোণে রাখা হয়েছে বালতি ভর্তি পানি। যদিও বড় কোন ক্ষতি হওয়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। এনিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে। ইতোমধ্যে ঘর ছেড়েছেন ওই বাড়ির দুই ভাড়াটিয়া।
পর্যায়ক্রমে কবিরাজের শরনাপন্ন হয়ে বাড়ির মালিক জানতে পারেন জ¦ীনেরা দিচ্ছে এই আগুন। জ¦ীনদের উদ্দেশ্য বাড়ি দখলের এমনটাই বললেন ভুক্তোভোগী ওই বাড়িওয়ালা রফিকুল ইসলাম।
ভুক্তোভোগী ওই বাড়িওয়ালা রফিকুল ইসলাম ও গৃহবধু লাইলী বেগম জানায়, প্রতিকারের আাশায় বাড়িতে মিলাদ,ঝারফুক করেছি। ঘরের বিভিন্ন কোণে রাখা হয়েছে বালতি ভর্তি পানি। একপর্যায়ে স্থানীয় মসজিদের একজন ইমামের মাধ্যমে ৭টিজ¦ীনকে বোতল বন্দি করে নিরাপদ রাখার নির্দেশনায় মাটিতে পুতে রাখলে সাময়িক স্বস্তি পায়।তবে মাটির চাপে বোতল ভেঙ্গে আবারো জ¦ীন বেরিয়ে এই অগ্নিকান্ড চালাচ্ছে বলে দাবী স্থানীয়দের। ব্যাপক ক্ষতির মাঝে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তিনি।