বৃহস্পতিবার , ৯ মার্চ ২০২৩ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈল যে গ্রামের পিছু ছাড়ছে না ক্যান্সার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ৯, ২০২৩ ৮:০৭ অপরাহ্ণ
রাণীশংকৈল যে গ্রামের পিছু ছাড়ছে না ক্যান্সার

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:- ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের নয়ানপুর গ্রামের পিছু যেন ছাড়ছে না্ মরণব্যাধী ক্যান্সার। একের পর এক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। ওই গ্রামে ক্যান্সারের সাথে লড়াই করে এ যাবত ৮ জন্য ব্যক্তি মৃত্যু বরণ করেছেন। আরো একজন ব্যক্তি ক্যান্সারের সাথে লড়াই করে গত রোববার মৃত্যু বরণ করেছেন। ক্যান্সারে আক্রান্তে মৃত ব্যক্তিরা একে অপরের ঘনিষ্ঠ আত্নীয়ও বটে।

ওই গ্রামের স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে জানা গেছে, ক্যান্সারের শুরুটা হয় ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য হাজিম উদ্দীনের স্ত্রী উমেদা খাতুন ১৯৮৮ সালে মুখ ও গলা ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণের মধ্যে দিয়ে। তারপরে সামসুদ্দিন ইসলামের মেয়ে সপ্তম শ্রেনীর শিক্ষার্থী মোছা: মনি আক্তার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালে মৃত্যু বরণ করেন।পরের বছরই আবার রাণীশংকৈল বালিকা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক আমিরুল ইসলাম মুখ ও গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৫ সালে মৃত্যু বরণ করেন।

এরপরে ২০০১ সালে সাবেক ইউপি সদস্য হাজিম উদ্দীন লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।এখানেই শেষ নই ২০০১ সালের পর হোসেনগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশির উদ্দীন পোষ্টেড ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০০৯ সালে মৃত্যু বরণ করেন। বিশিষ্ট রাসায়নিক সার ব্যবসায়ী শামসুল ইসলাম ২০১৬ সালে লিভার ক্যান্সারে মৃত্যু বরণ করেন। একইভাবে ওই গ্রামের বিশিষ্ট সার ব্যবসায়ী সাদেকুল ইসলাম ২০১৭ সালে মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। সর্বশেষ নয়ানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম ২০২১ সালে লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। সর্বশেষ গত রোববার হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান মতি ও ২০১৭ সালে মুখের ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করা সাদেকুল ইসলামের মা গত রোববার লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু করেন।

জানতে চাইলে বর্তমান হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ও নয়ানপুর গ্রামের বাসিন্দা মতিউর রহমান বলেন, আসলে একের পর এক মানুষ মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন যা অত্যন্ত দু:খজনক। তিনি বলেন যদি এই গ্রামের মাটি পানিসহ অন্যান্য বিষয় পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় তাহলে হয়তো কোন জীবাণু থাকলে তা উদঘাটন হতো।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থা ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আব্দুস সামাদ জানান, যদি একই রোগে একাধিক মানুষ মারা যায়। তাহলে সেটি ভাববার বিষয়। এটি নিয়ে কাজ করার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিক্যাল টিম দিয়ে পরীক্ষা নীরিক্ষা করে দেখা হবে কি কারণে মানুষ ক্যান্সারে আক্রান্ত হচ্ছে।

খুরশিদ আলম শাওন

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের   ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি

হাবিপ্রবিতে ২০২২ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু ১১ জানুয়ারি

বীরগঞ্জের পল্লীতে নানা বাড়িতে বেড়াতে এসে লাশ হলেন শিশু আদিল

পীরগঞ্জে লুথারেণ চার্চের সিনোড সম্মেলন অনুষ্ঠিত

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

দিনাজপুরে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন

ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় —চেয়ারম্যান মুহাঃ সাদেক কুরাইশী

জেল হতে মুক্তি এবং চাকুরিতে পুনর্বহালের দাবিতে দিনাজপুর জেলা বিডিআর কল্যাণ পরিষদের মানববন্ধন

দিনাজপুরে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপণ অভিযান

দিনাজপুরে দুটি ট্রাকে আগুন দেযার ঘটনায যুবদল নেতা আটক

ঘোড়াঘাটে পিকনিক বাসের ধাক্কায় যুবক নিহত