পীরগঞ্জ সংবাদদাতা \ ঠাকুরগাওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসন, পীরগঞ্জ সরকারি কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক কর্মসূচীর মাধ্যমে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে। কর্মসূচীর মধ্যে উল্লেখযোগ্য ছিলো, চিত্রাংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা।
উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে প্রশাসনের আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) আব্দুল আল রিফাত, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক, সাবেক মেয়র কশিরুল আলম, উপজেলা আওয়ামীলীগ সহসভাপতি গোলাম রব্বানি, উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হাফিজুল ইসলাম প্রমুখ।
অপরদিকে পীরগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক ও জাতীয় দিবস উদ্যাপন কমিটির আহবায়ক রবিউল আওয়ালের সভাপতিত্বে আলোচনা সভায় অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, উপাধ্যক্ষ প্রফেসর কামরুল হাসান, সহযোগী ও শিক্ষক সমিতির সম্পাদক একরামুল হক, প্রভাষক রুকুজ্জামান, কলেজের সাবেক সহকর্মি মেহের এলাহী, শিক্ষার্থী জয় খান ও প্রিয়ম প্রমুখ বক্তব্য রাখেন।