বিকাশ ঘোষ, বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় মেয়াদ উত্তীর্ণপন্য ডিসপোজাল ও জরিমানা করা হয়।
বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার বীরগঞ্জ পৌর বাজার ও নিজপাড়া ইউনিয়নের প্রেম বাজারে অভিযান চালিয়ে বীরগঞ্জ থানার পুলিশ সদস্যদের সহযোগিতায় দিনাজপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম এই জরিমানা করেন। বীরগঞ্জ পৌর বাজার ও প্রেম বাজার এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। এসময় প্রেম বাজার সাব্বির ষ্টোর কে সংশ্লিষ্ট আইনের ৫১ ধারায় ৩ হাজার, মেসার্স সোহেল ট্রেডার্সকে ৫১ ধারায় ৩ হাজার, পৌর বাজারে সোবহানিয়া বেকারি কে ৩৭ ধারায় ৩ হাজার ও বিজয় চত্বর এলাকার মেসার্স জননী ট্রেডার্সকে ৫১ ধারায় ১০ হাজার টাকা সহ সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং মেয়াদ উত্তীর্ণ পন্য ডিসপোজাল করা হয়।
অভিযানে সহযোগীতায় ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর মোঃ ফরিদ বিন ইসলাম, এস আই টি সামিউল ইসলাম ও বীরগঞ্জ থানার পুলিশ প্রশাসন।