ঐতিহাসিক ৭ই মার্চ’’ দিবস। বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসের এক অনন্য দিন। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি হৃদয় নিংড়ানো ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিনাজপুরে “ঐতিহাসিক ৭ই মার্চ” পালিত হয়েছে। সকালে দিনাজপুরে জেলা প্রশাসন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা ও পুলিশ প্রশাসনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিমসহ পর্যায়ক্রমে সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি
ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে মুক্তিযোদ্ধা বহুমুখী কল্যাণ সমিতি দিনাজপুর এর সভাপতি সাবেক এমপি সুলতানা বুলবুল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুর রহমানের নেতৃত্বে সদস্যরা জেলা প্রশাসক কার্যালয় চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।
সাবেক এমপি সুলতানা বুলবুল বলেন, ১৯৭১ সালের এই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল জনসমুদ্রে দাঁদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সেই ভাষন স্বাধীনতা সংগ্রামের বীজ মন্ত্র রূপ নিয়েছিলো বলেই আজ আমরা স্বাধীন। এই ভাষন বাঙালী জাতির একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে। এসময় মুক্তিযোদ্ধা পাঠাগারের সাধারণ সম্পাদক এ.এফ.এম হারিসুল্লাহ (বাবলু)সহ সদস্যরা উপস্থিত ছিলেন।
বীরগঞ্জ পৌরসভা
বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বীরগঞ্জ পৌর ভবন চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বীরগঞ্জ পৌরসভা ও পৌর উচ্চ বিদ্যালয়।
পৌরসভার মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুলের নেতৃত্বে বীরগঞ্জ পৌর সভার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন।
পরে পৌর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা জাতির জনকের প্রতিকৃতিত্বে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্যেশ্যে মেয়র মোঃ মোশারফ হোসেন বাবুল বলেন, ১৯৭১ সালের এই দিনে জাতির জনক বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। সেই ভাষন ছিল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মূলমন্ত্র। যার ফলশ্রæতিতে নয় মাস রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যদিয়ে বাঙালী স্বাধীন সার্বভৌম একটি দেশ পেয়েছে। এই ভাষন বাঙালী জাতির একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে।
ঘোড়াঘাট
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে নানা কর্মসূচির মধ্যদিয়ে ঐতিহাসিক ৭ ই মার্চ পালিত হয়েছে।বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন।পরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাহামুদুল হাসান, উপজেলা স্বাস্থ্য প. প.কর্মকর্তা ডা. মোহাম্মদ তৌহিদুল আনোয়ার, ঘোড়াঘাট থানার ওসি মো.আসাদুজ্জামান আসাদ,ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস.এম মনিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো.রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জগদীশ চন্দ্র, শিক্ষক মনোরঞ্জন মহন্ত প্রমুখ।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর ৭ মার্চ ভাষন, চিত্রাংকন ও কবিতা আবৃতি প্রতিযোগীতায় অংশ নেয়া ১৫জন বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়।