বুধবার , ৩ জানুয়ারি ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে পুকুর থেকে আদিবাসী যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ৩, ২০২৪ ৫:৪৮ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে মাকড়াই শালবন এলাকার একটি পুকুর থেকে আদিবাসী নৃ-গোষ্ঠীর সম্প্রদায়ের শাকিল হেমরম(২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বীরগঞ্জ থানা-পুলিশ। বুধবার (৩ জানুয়ারি -২০২৪) সকালে বীরগঞ্জ উপজেলার মাকড়াই শালবন এলাকার সিদ্দিকুর আলম মনার ভাঙাপুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পৌরসভার ৬নং ওয়ার্ডের মাকড়াই পূর্ব আদিবাসীপাড়ার হফনা হেমরমের ছেলে শাকিল।

সূত্রে জানা গেছে, বুধবার ভোর আনুষ্ঠানিক ৫টার দিকে নিজপাড়া ইউনিয়নের প্রেমবাজার এলাকার কয়েকজন জেলে ভাঙাপুকুরে মাছ শিকার করতে যান। জাল টানতেই শাকিল হেমরমের সদৃশ একটা কিছু দেখতে পান।
এ সময় জেলেরা লাঠি দিয়ে সেটিকে নাড়া দিলে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বুঝতে পারেন এটি কোনো লাশ। পরে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানান। কাউন্সিলর কবিরে মাধ্যমে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাদ সুমন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মঈনুল হোসেন ও এসআই আনোয়ার হোসেন সহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।

থানার এসআই মো.আনোয়ার হোসেন বলেন, লাশে আঘাতের কোনো চিহ্ন নেই। উদ্ধারের সময় লাশের পরনে কালো রংয়ের ফুল প্যান্ট ও কালো গোলগলা গেঞ্জি ছিল।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান লাশ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করে জানান,প্রাথমিকভাবে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মৃতদেহটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। এ বিষয়ে মৃতের ভাই বীরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ইউডি মামাল দায়ে হয়েছে।

এদিকে মৃত শাকিলের বড় ভাই আরিফ হেম্ব্রম জানান, তার ছোট ভাই একজন ট্রাক্টর শ্রমিক। পাশাপাশি প্রতিদিন রাতে প্রতিবেশী সিদ্দিকুর আলম মােনার পুকুরে মাছ পাহারা দিত। সোমবার রাতে বাড়ী থেকে বেরিয়ে গতকাল মঙ্গলবার সারাদিন তার হদিস ছিল না। আজ বুধবার সকালে ওই পুকুরে মাছ ধরার সময় জেলেদের জালে ছোট ভাইয়ের লাশ পেয়েছেন তারা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রথম দুই ওয়ানডের জন্য বাংলাদেশ দল ঘোষণা

ঠাকুরগাঁওয়ে আনসার সদস্যকে মারপিটের অভিযোগে মামলা

দিনাজপুরে আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্নাঢ্য র‌্যালী

বীরগঞ্জে পুকুরের পানিতে ডুবে কিশোরের করুন মৃত্যু

শেখ হাসিনা করোনা মোকাবেলার পাশাপাশি গ্রামীন অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনও এর শুভেচ্ছা বিনিময়

বিরামপুরে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৬০ হাজার টাকা জরিমানা

হাবিপ্রবিতে “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ” বিষয়ক কর্মশালা

পঞ্চগড় কালেক্টরেট চত্বরে সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

রানীশংকৈলে মরহুম আলী আকবর এমপি’র ২৯তম মৃত্যু বার্ষিকী পালন