পীরগঞ্জ প্রতিনিধিঃ ঠাকুরগায়ের পীরগঞ্জে পুকুরে পড়ে রমিজা বেওয়া(১০০)নামেরএক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পীরগঞ্জ ইউনিয়নের বীরহলী গ্রামের নিরাশি পুকুরে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, বীরহলী গ্রামের মৃত করিম বক্স ওরফে কালুয়া মোহাম্মদের-এর স্ত্রী রমিজা বেওয়া(১০০) সকালে নাস্তা খেয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। পরে দুপুরের দিকে একই এলাকার কালাম ঐ পুকুরের পানিতে বৃদ্ধাকে দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে প্রতিবেশিরা এসে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করে। পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।