বোদা (পঞ্চগড়) প্রতিনিধি\ পঞ্চগড়ের বোদা পৌর এলাকার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাশে ভাসাইনগর বাজার এলাকা থেকে বোদা পৌর সভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর,ব্যবসায়ী আরিফ হোসেনে গোডাউনের তালা ভেঙ্গে ৫০ কেটি ওজনের সাড়ে ৩ শত বস্তা চাল রাতের আধারে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (৯) মার্চ গভির রাতে। দৃর্বৃত্তরা চাল চুরি করে ট্রাকে করে নিয়ে যায়। এঘটনায় বোদা থানায় অভিযোগ দাখিল করা হয়েছে। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান,অভিযোগ পেয়ে ঘটনা স্থল পরিদর্শন করেছি। চাল উদ্ধার ও চোর চক্র ধরতে অভিযান শুরু করেছি।
জানা গেছে, শনিবার গভির রাতে দৃর্বৃত্তরা গোডাউনের তালা ভেঙ্গে সাড়ে ৩ শত বস্তা চাল ট্রাকে লোড করে চুরি করে নিয়ে যায়। রবিবার সকালে অন্যান্য দোকানদাররা ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলতে আসলে রাস্তায় চাল ছড়ি ছিটিয়ে থাকতে দেখে এবং গোডাউনের সামনে ট্রাকের চাকার দাগ অবলকন করে। পরে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান মালিককে খবর দিলে মালিক আসে দেখে গোডাউনের তালা ভেঙ্গে চোরেরা সাড়ে ৩ শত বস্তা চাল চুরি করে নিয়ে গেছে। যার বাজার মুল্য প্রায় ৮ লাখ টাকা। পরে বোদা থানা পুলিশকে খবর দেওয়া হয় এবং াভিযোগ দাখিল করা হয়। বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।