শুক্রবার , ১৫ মার্চ ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ১৫, ২০২৪ ৩:০৫ অপরাহ্ণ

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধিঃপঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান এর সভাপতিত্বে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টার বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।
সভায় ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবির, ওসি (তদন্ত) মোঃ সোয়েল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, ১৮ ব্যাটালিয়ন ও ৫০ ব্যাটালিয়ন এর প্রতিনিধি হিসেবে গিরাগাঁও ও বর্ষালুপাড়া বিওপি’র বিজিবি কোম্পানী কোমান্ডারদ্বয়, ইউপি চেয়ারম্যানবৃন্দ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার , মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের অধ্যক্ষ,আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বণিক সমিতির সভাপতি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি, আটোয়ারী প্রেসক্লাবের সম্পাদক সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। উপজেলায় মাদক, চোরাচালান, চুরি,সড়ক দুর্ঘটনা, কিশোর গ্যাং, মোবাইল জুঁয়া সম্পর্কে ব্যাপক ফলপ্রসু আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, যতই দিন যাচ্ছে ততই আটোয়ারীতে মাদকাসক্ত বৃদ্ধি পাচ্ছে। মাদকসক্তরা সম্প্রতি দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির পরিকল্পনা করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়েছে। বক্তারা বলেন, এ মুহুর্তে মাদকাসক্ত কিশোরদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ভবিষ্যতে এটি ভয়াবহ আকার ধারণ করবে।
উপজেলার আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন সভার সভাপতি ইউএনও রাসেদুল হাসান।

সর্বশেষ - ঠাকুরগাঁও