রবিবার সকাল ১০টায় চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজে, আনন্দ র্যালি ও ফুলেল শুভেচ্ছা দিয়ে (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মো. জমসেদ আলীকে গ্রহণ করলেন স্কুল এন্ড কলেজ শিক্ষক-শিক্ষিকা ছাত্র-ছাত্রী, অভিভাবক ও (এডহক) কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (এডহক) কমিটির সভাপতি সামসুদ্দিন আহমেদ, আউলিয়াপুর চেয়ারম্যান মোস্তফা কামাল, আউলিয়াপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মিজানুর রহমান, চেরাডাঙ্গী স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের অভিভাবক হিসেবে উপস্থিত ছিলেন (মহীশ কোঠা) গ্রামের মোজাহার আলী, দক্ষিণ ফরিদপুর গ্রামের মো. মোমিন উদ্দিন, দক্ষিণ রামনগর গ্রামের মো. আশরাফ আলীসহ অন্যান্য অভিভাবক বৃন্দসহ অত্র ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।