জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর শুভ জন্মদিন উপলক্ষ্যে আজ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ ফজিলাতুননেছা মুজিব হলে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রগতিশীল শিক্ষক ফোরামের সভাপতি প্রফেসর ড. বলরাম রায়, মুক্তিযুদ্ধের চেতনা ও ম‚ল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম, প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ, শেখ ফজিলাতুননেছা মুজিব হলের হল সুপার প্রফেসর রোজিনা ইয়াসমিন লাকি, বিভিন্ন হলের হল সুপারবৃন্দসহ অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও হলের ছাত্রীরা।
এছাড়াও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব-এঁর শুভ জন্মদিন উপলক্ষ্যে উক্ত হলের পক্ষ থেকে বাদ আছর দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী এই মহিয়সী নারী ১৯৩০ সালের তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম রেণু। বাবা শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই, দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। পাঁচ বছর বয়সে পৌঁছার আগেই পিতা-মাতাকে হারান বেগম ফজিলাতুননেছা মুজিব। পরে বঙ্গবন্ধুর পরিবারে পালিত হন। বাল্যকালেই তাদের বিয়ে হয়। এরপর থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবনের ঐতিহাসিক যুগসন্ধিক্ষণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েন বঙ্গমাতা। আমৃত্যু পাশে থেকে জাতির পিতাকে অনুপ্রাণিত করে গেছেন। বাঙালি জাতির জন্য উৎসর্গ করে গেছেন নিজেকে। জাতির পিতা কারাবন্দি থাকার সময়ে রেখেছেন গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা।