বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

কমছে আবাদি জমির পরিমান বোচাগঞ্জে ইটভাটার পেটে কৃষি জমির উপরি ভাগের মাটি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২১, ২০২৪ ১০:১৮ পূর্বাহ্ণ

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় দিন দিন আশঙ্কাজনকহারে বাড়ছে ইটভাটায় ফসলি জমির মাটি বিক্রি। এর ফলে একদিকে কমছে আবাদি জমির পরিমাণ, কৃষি জমির উপরি অংশ বা টপসয়েল নিয়ে যাওয়ার ফলে জমির উর্বরতা শক্তি কমে যায়। পাশের জমির মালিকরা এসব প্রভাবশালী মহলকে বাধা দিলেও তারা সে সব জমির মালিকদের বাধা উপেক্ষা করে নির্বিচারে জমির মাটি নিয়ে যাচ্ছে ইট ভাটায়। অন্যদিকে বড় বড় অবৈধ ড্রাম্প ট্রাকে এসব মাটি পরিবহণে নষ্ট হচ্ছে কোটি টাকার সড়ক। সেই সঙ্গে পরিবহণের সময় মাটি উড়ে নষ্ট করছে পরিবেশ। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। দ্রæত সময়ে এসব বন্ধে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে খাদ্য উৎপাদন কমতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
দিনাজপুর জেলায় ২৪১টি ইটভাটার মধ্যে বৈধ ভাটা ৬৬ অবৈধ ১৭৫ভাটার পরিবেশগত ছাড়পত্র নেই। প্রশাসনকে ম্যানেজ করে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে ফসলি জমিতে স্থাপন করা হয়েছে ইট ভাটা। এতে স্বাস্থ্যঝুঁকির পাশাপাশি মারাত্মক হুমকির মুখে রয়েছে পরিবেশ। আইন অমান্য করে দিনের পর দিন ইটভাটার সংখ্যা বাড়লেও প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দিনাজপুর জেলার বোচাগঞ্জে ১৫/১৬টি ইটভাটা থাকলেও অনেকের নেই পরিবেশের ছাড়পত্র। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, দিনাজপুর জেলায় ইটভাটার সংখ্যা ২৪১টি। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে চলছে ৬৬টি ইট ভাটা। বাকি ১৭৫টির পরিবেশগত ছাড়পত্র না থাকলেও পুরো দমে চলছে ইট প্রস্তুত ও বিক্রয়। নিয়মনীতির তোয়াক্কা না করে অধিকাংশ ইটভাটা পরিচালিত হয়ে আসছে। অবৈধভাবে দিনাজপুর জেলায় ১৭৫টি ভাটা পরিচালিত হচ্ছে। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) ২০১৯ অনুযায়ী, বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণা প্রতিষ্ঠান কিংবা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠান থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে ইটভাটা স্থাপন করতে হবে। অথচ বোচাগঞ্জ উপজেলার মুশিদহাট ইউনিয়নের লক্ষনীয়া গ্রামে লক্ষনীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কোল ঘেষে গড়ে উঠেছে মোল্লা বিক্সের দুইটি ইটভাটা। আটগাঁও ইউনিয়নের হাট মাধবপুর-মোল্লাপাড়া পাকা সড়ক সংলগ্ন এ আর বিক্স এর মাটি পাকা সড়কের উপরে স্তুপ করে রাখায় নষ্ট হচ্ছে কোটি টাকার সড়ক।
দিনাজপুর পরিবেশ অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুবায়েত আমিন রেজা বলেন, পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলার অবৈধ ইট ভাটা গুলোতে অভিযান পরিচালনা অব্যহত আছে। অবৈধ এসব ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি জানান। এসব ভাটার নেই কোন সরকারি অনুমোদন। তারপরও চলছে কিভাবে প্রশ্ন সাধারন মানুষের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সেতাবগঞ্জে দিনের বেলায়  জুয়েলার্স দোকানে চুরি

সেতাবগঞ্জে দিনের বেলায় জুয়েলার্স দোকানে চুরি

হাবিপ্রবি ও থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

হরিপুরে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ভূট্টা চাষ

তেঁতুলিয়ায় বাংলাদেশ শিক্ষক সমিতির সম্মেলন অনুষ্ঠিত|| ওমর আলী সভাপতি, তহিদুল হক সম্পাদক

ঠাকুরগাঁও-৩ আসনে নৌকা মনোনীত প্রার্থী’র সাথে রাণীশংকৈল আ’লীগের মত বিনিময় সভা

দেশে এখন আর কার্তিক মাসের আকাল নেই, মানুষ না খেয়ে থাকেনা–রানীশংকৈলে সাদেক কুরাইশী

ঠাকুরগাঁওয়ে ধর্ষন মামলায় ১ জনের যাবজ্জীবন সশ্রম কারাদন্ডাদেশ

পাথর তুলতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হলেন বাংলাদেশি যুবক

পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা