পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারী নেতৃবৃন্দের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা হয়েছে। গতকাল সন্ধ্যায় পীরগঞ্জ প্রেসক্লাব হল রুমে এ সভা হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মেহের এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সোহানুর ইসলাম সোহান, আবু সালেহ সিহাব, লাহুল গালিব, তারেক রহমান, সানজিদ ইসলাম, জাহিদুল ইসলাম, হৃদয়, রাতুল ও মিঠু ইসলাম, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সিনিয়র সাংবাদিক মোকাদ্দেশ হায়াত মিলন, দুলাল সরকার, পীরগঞ্জ অন লাইন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি বাদল হোসেন, সাংবাদিক মুনসুর আহাম্মেদ প্রমূখ। সভায় পীরগঞ্জ উপজেলার সমস্যা, সম্ভাবনা, সমাধান ও ছাত্র বিপ্লবের চলমান বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সহ সমন্বয়ক বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।