বৃহস্পতিবার , ২১ মার্চ ২০২৪ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর মহিলা পরিষদের প্রতিবাদ সমাবেশে বক্তারা নারী নির্যাতন ও যৌন হয়রানী প্রতিহত করতে সবাইকে একত্রিত হতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মার্চ ২১, ২০২৪ ১০:২৯ পূর্বাহ্ণ

‘যৌন নিপীড়ন ও হয়রানী মুক্ত শিক্ষাঙ্গন চাই’ এই শ্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র রায়হান সিদ্দিকী আম্মান ও সহকারী প্রক্টর দ্বীন ইসলাম কর্তৃক আইন বিভাগের ছাত্রীর আত্মহত্যার প্ররোচনার ঘটনা এবং দিনাজপুরে কিশোরী নিপীড়ন এর প্রতিবাদে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্দ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় দিনাজপুর প্রেসক্লাব সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কানিজ রহমান এর সভাপতিত্বে এবং মহিলা পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রুবিনা আক্তার এর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক মো. শফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, সারদ্বেশরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার রায়, সিপিবি’র অমৃত রায়, পল্লীশ্রী’র প্রজেক্ট কো-অর্ডিনেটর রওনক আরা হক নিপা, মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি মিনতি ঘোষ, সাংগঠনিক সম্পাদক রাজিয়া সুলতানা পলি, আন্দোলন সম্পাদক অনামিকা পান্ডে, প্রশিক্ষক গবেষনা ও পাঠাগার সম্পাদক রোকশানা বিলকিস প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, একটা সভ্য রাষ্ট্রে এ ধরনের ঘটনা কখনোই মেনে নেওয়া যায় না। আমরা এই বাংলাদেশ চাইনা। শিক্ষাঙ্গন যেন আতঙ্কের নাম। শিক্ষা প্রতিষ্ঠান সমূহে নারী নির্যাতন ও যৌন হয়রানী প্রতিরোধ কমিটিকে কার্যকর করার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের আহবান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় মেধা ও সামাজিক অবস্থান ইতিবাচক হওয়া বাঞ্চনিয় যেন সে শিক্ষার্থীদের কাছে গ্রহনযোগ্য হয়। অপরাধের শাস্তি নিশ্চিত করা আইনের শাসনের অন্যতম পূর্বশর্ত। বিচারহীনতার সংস্কৃতির কারণে এসব ঘটনা বাড়ছে। নারী নির্যাতনকারীদের শাস্তি নিশ্চিত করা গেলে এর প্রতিকার কিছুটা হলেও মিলবে।
সামাজিকভাবে নারী নির্যাতন ও যৌন হয়রানী প্রতিহত করতে সবাইকে একত্রিত হতে হবে। যৌন নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে শূন্য সহিংসতা ঘোষনা করে শাস্তি নিশ্চিত করতে হবে। এই আন্দোলনটি শুধু নারী সমাজ বা শিক্ষার্থীর নয়, এই আন্দোলন সকলের।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ের ঐতিহাসিক গাছটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে, নাম জানে না কেউ!

পীরগঞ্জে কিশোরী গনধর্ষণের শিকার ঃ গ্রেফতার-২

দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সুবর্ণজয়ন্তী উৎসব পালিত

হরিপুরে ৪ পলাতক আসামি গ্রেফতার

পঞ্চগড়ে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আমিনুল ইসলাম মারা গেছেন

বীরগঞ্জে মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে দিনাজপুর আওয়ামীলীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

যারা সাদাছড়ি নিয়ে বেড়ান তারাও দেশের উন্নয়ন কর্মী এবং সমাজের অংশ

দিনাজপুরে ভাংচুরের মামলায় দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল ইসলামসহ ৫২ নেতাকর্মী খালাস

প্রশাসনের হস্তক্ষেপে প্রবেশপত্র পেয়ে দাখিল পরীক্ষা দিতে পারলো সুমাইয়া আক্তার