চেয়ারম্যান পদপ্রার্থী জার্জিস সোহেল নিজেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী পরিচয় দিচ্ছে এবং ইভিএম‘র ভোটে কিভাবে জিততে হয় সেটাও সে জানে বলে ভোটারদের মাঝে বিভ্্রান্তি ছাড়াচ্ছে এবং যেভাবেই হোক সেই জিতবে বলে হুমকি দিয়ে বেড়াচ্ছে।
শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে উপরোক্ত অভিযোগ করেন দিনাজপুর সদরের ১ নং চেহেলগাজি ইউপি চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্ধি প্রার্থীদ্বয় যথাক্রমে মো: রেজাউল করিম রাকি এবং মো: আব্দুল হামিদ। এসময় লিখিত বক্তব্য পাঠ করে চেয়ারম্যান পদপ্রার্থী ও সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আব্দুল হামিদ বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নিদের্শ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় কোনো প্রতীক নেই এবং কোনো প্রার্থীর প্রতি দলের কোনো সমংর্থনও থাকবে না। অথচ দিনাজপুর সদরের চেহেলগাজি ইউপির নির্বাচনে জার্জিস সোহেল সর্বত্র নিজেকে সরকার দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিচ্ছে যা দলীয় হাই কমান্ডের নির্দেশ অমান্যের শামিল।
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ইউপি ভোটগুলো হবে সর্ম্পূন দল নিরপেক্ষ ভোট এবং এই নির্বাচনে কেউ দলের কোনো পরিচয় কিংবা দলীয় সমর্থনের অজুহাতে ভোট করতে পারবে না।। অথচ আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য দিনাজপুর সদরের চেহেলগাজী ইউপি নির্বাচনের একজন প্রার্থী জার্জিস সোহেল নিজেকে আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে পরিচয় দিয়ে নানান ধরনের প্রচারণা চালাচ্ছে এবং ভোটারদের প্রলোভন দেখাচ্ছে। এধরনের প্রচারণা চালিয়ে তিনি নির্বাচনী এলাকার সাধারন ভোটারদের মাঝে ভয়ভীতি ও বিভ্্রান্তি ছড়াচ্ছে। এতেও সে ক্ষান্ত নয় সরকার দলীয় প্রার্থী পরিচয়ে ইতিমধ্যে নির্বাচনী আচরণ বিধি ভংগ করে নিয়ম বর্হিভুতভাবে এলাকায় একাধিক নির্বাচনী অফিস স্থাপন করেছে এবং নানান ধরনের কর্মকান্ড চালাচ্ছে।
এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য এবং নির্বাচনের অপর প্রাথী মো: রেজাউল করিম রাকি বলেন,জার্জিস সোহেলের বিভিন্ন কর্মকান্ডের ব্যাপারে ইতিমধ্যেই কেন্দ্রীয় আওয়ামীলীগের মাননীয় সাধারন সম্পাদক ওবাইদুল কাদেরকে অবহিত করা হয়েছে,তিনি এবিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশও দিয়েছেন ।
সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিদ্বন্ধি দুই চেয়ারম্যান প্রাথী বলেন, আমরা প্রার্থী হিসেবে স্থানীয় প্রশাসনের কাছে চেহেলগাজি ইউপি র্নিবাচনটি অবাধ সুষ্ঠ, স্বচ্ছ এবং নিরপেক্ষ নির্বাচনের অনুষ্ঠানের দাবী করছি।