দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনস্টিটিউটের আয়োজনে প্রতি বছরের মত এবারও বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইফতার মাহফিলের পূর্বে দিনাজপুর ইনস্টিটিউটের সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে দিনাজপুর ইনস্টিটিউটটের প্রবীন ও আজীবন সদস্য মরহুম মোঃ হাদিউল ইসলাম এর স্মরণ সভায় আলোচনা করেন দিনাজপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, সাবেক অধ্যক্ষ এম.এ জব্বার, ইনস্টিটিউটের সাধারন সম্পাদক সুনীল চক্রবর্তী, সহ-সভাপতি সামসুল আলম, প্রকৌঃ মহিউদ্দিন আলমগীর, সহ-সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোকাদ্দেক হোসেন বাবলু, সামসুজ্জামান চৌধুরী বাবুল, কোষাধ্যক্ষ মোঃ মকসেদ আলী মঙ্গলিয়া, অভ্যন্তরিন হিসাব পরীক্ষক মোঃ আতিকুর রহমান নিউ, সাহিত্য সম্পাদক অধ্যাপক সাইফুর রহমান, সাধারন সদস্য গোলাম নবী দুলাল, মোঃ নকিবুল ইসলাম নকিব, এ্যাঃ নুরুল ইসলাম, শাহ মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। মরহুম হাদিউল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে এবং ইফতার মাহফিলে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জেলখানা জামে মসজিদের পেশ ইমাম মাওঃ মুফতি আশফাক হোসেন।