কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ কাহারোলে পল্লীকর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী (আরইআর এমপি-৩) শীর্ষক প্রকল্পের নারী কর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক এবং সনদপত্র বিতরণ করা হয়েছে। দিনাজপুরের কাহারোল উপজেলায় গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর’২৪) বিকাল ৫ টার সময় উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে এবং উপজেলা প্রকৌশলী দপ্তরের আয়োজনে পল্লীকর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচী (আরইআর এমপি-৩) শীর্ষক প্রকল্পের নারীকর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক এবং সনদপত্র আনুষ্ঠানিক বিতরণ করেন উপজেলা প্রকৌশলী মোঃফিরোজ আহমেদ। চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কার্যালয়ে উপ-সহকারি প্রকৌশলী মোঃমাসুদ পারভেজ সুমন, তড়িৎবিদ মোঃশামীম আলী, উপজেলা প্রকৌশলী দপ্তরের হিসাব রক্ষক মোঃআজাহার আলী, মোঃ রেজা হোসেন প্রমুখ। জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর(এলজিইডি’র) আওতায় আরইআরএমপি-৩ প্রকল্পের ৪ বছর মেয়াদী ৬১ জন নারী কর্মীকে এই চেক ও সনদপত্র দেওয়া হয়। প্রতিজন নারীকর্মী ৪ বছরের সঞ্চয়কৃত ১ লক্ষ ২০ হাজার টাকা করে পেয়েছে।নিয়োগকৃত ৬১ জন নারীকর্মী সর্বমোট ৭০ লক্ষ ৩৫ হাজার ৭শত ৩০ টাকার চেক পেয়েছেন।