রবিবার বালুবাড়িস্থ পল্লীশ্রী’র মিলনায়তনে বিভিন্ন সরকারী বেসরকারী সংস্থাসমূহ ও বিভিন্ন কমিটির সদস্যবৃন্দদের অংশগ্রহনে দিনাজপুর এপি, ওয়ার্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশু সুরক্ষা ও বাল্য বিবাহ প্রতিরোধে সরকারী বেসরকারী সংস্থা সমূহের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে।
দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ম্যানেজার অরবিন্দ সিলভেষ্টার গমেজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএসপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন, এমএনডিএফ এর নির্বাহী পরিচালক মোঃ আব্দুল হামিদ, উদ্যোগ সংস্থার নির্বাহী পরিচালক উম্মে নাহার, পল্লীশ্রী’র এইচআর ইনচার্জ শামীমা পপি। প্রকল্প বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে গিয়ে প্রোগ্রাম স্পেশালিষ্ট মোঃ মমিন হোসেন বলেন, একটি নেটওয়ার্কের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে এলাকাভিত্তিক জরিপের সার্থে ডাটাবেজ হিসেবে টুলস অ্যাপ চালু করা হয়েছে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা প্রয়োজন। প্রজেক্ট অফিসার রিচার্ড তাপস দাস এর সঞ্চলনায় বক্তারা বলেন, প্রতিটি গ্রামকে বাল্য বিবাহ মুক্ত করতে সকলকে এই নেটওয়ার্কের মাধ্যমে একসাথে কাজ করতে হবে। সেই সাথে সামাজিক সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করে শিশুশ্রম বন্ধ করতে চাই সামাজিক আন্দোলন। শিশুর প্রতি সহিংসতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নের শাস্তি সম্পর্কে ব্যপকভাবে প্রচার করতে হবে। সেই সাথে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে। যাতে মেয়ে শিক্ষার্থীরা র্নিভয়ে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহন করতে পারে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে বাল্য বিবাহ মুক্ত স্মার্ট দেশ গড়তে সরকারী-বেসরকারী প্রতিনিধিদের নেটওয়ার্কের মাধ্যমে শপথ নিতে হবে। সার্বিক তত্ত¡াবধায়নে ছিলেন প্রোগ্রাম অফিসার পলাশ ক্রুশ।