বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার সমবায় কর্মকর্তা মোঃ জয়নাল আবেদিন এর বিরুদ্ধে খাস পুকুর ইজারা সহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ দায়েরের প্রেক্ষিতে তদন্ত সম্পর্ন করলেন দিনাজপুর জেলা সমবায় অফিস।
মঙ্গলবার দুপুরে উপজেলার চিলাপাড়ায় স্থানীয় জেলে ও অভিযোগকারীদের নিয়ে এক গণশুনানি করেন দিনাজপুর জেলা সমবায় অফিসের তত্বাবধায়ক মোহাম্মদ আলী। শুনানিকালে অভিযোগকারীরা তদন্ত কর্মকর্তার কাছে জানতে চায়, বোচাগঞ্জ উপজেলা সমবায় অফিস কি ভাবে একটি ভুয়া সমিতিকে নিবন্ধন প্রদান করেন। একটি কুচক্রীমহলের যোগসাজসে ভুয়া তুলাই মৎস্যজীবি সমবায় সমিতি তৈরি করে সরকারী সুযোগ সুবিধা গ্রহন করছে। এতে প্রকৃত মৎস্যজীবিরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। যে তুলাই মৎস্যজীবি সমবায় সমিতি কে চলতি সনের সরকারী খাস পুকুর লীজ প্রদান করা হয়েছে সেই সমিতির ১৪ জন সদেস্যের ছবি ও স্বাক্ষর জাল করা হয়েছে বলে তদন্ত কর্মকর্তা কাছে লিখিত ভাবে জানানো হয়। তুলাই মৎসজীবি সমবায় সমিতির নিবন্ধন ও লীজকৃত পুকুর বাতির চেয়ে তদন্ত কর্মকর্তার কাছে লিখিতভাবে আবেদন করেন অভিযোগকারী জেলেরা।
উলেখ্য, অর্থের বিনিময়ে সরকারী খাস পুকুর লীজ গ্রহনে সহায়তা করা, টাকা না দিলে পুকুর হতে বঞ্চিত করা, ভুয়া কমিটি দেখিয়ে উপজেলা জলমহাল কমিটির কাছে সুপারিশ করা ইত্যাদি বিষয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও দিনাজপুর জেলা সমবায় কর্মকর্তা বরাবর একাধিক লিখিত অভিযোগ করার পর জেলা সমবায় অফিস কর্তৃক প্রাথমিক তদন্ত সম্পন্ন করা হয়।