ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে
শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও
বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ
দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর আয়োজনে স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবসকে সামনে রেখে শিশুদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
নবরূপীর সভাপতি আব্দুর সামাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন নবরূপীর সাধারণ সম্পাদক সিফাত-ই-জাহান শিউ। সূচনা বক্তব্য রাখেন চিত্রাংকন প্রতিযোগিতা উপ-কমিটির আহবায়ক মানষ ভট্টাচার্য্য। সম্মানীত আলোচ্যক হিসেবে আলোচনা করেন নবরূপীর আজীবন সদস্য হাবিপ্রবি’র সাবেক ভিসি প্রফেসর রুহুল আমিন, শাহ্-ই-মবিন জিন্নাহ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দীন বাচ্চু, দিনাজপুর নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, নবরূপীর সহ-সভাপতি মোঃ নাজমুল হক, সুনীল চক্রবর্তী ও প্রবীণ সদস্য এনায়ের মোওলা জিন্নাহ এবং বিশিষ্ট ডায়াবেটিস চিকিৎসক ডাঃ ডিসি রায়। চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণে সহযোগিতা করেন মোঃ আকবর আলী, বিলকিস জান্নাত, রওনক আরা হক নীপা ও শামীম রাজা।
বক্তারা বলেন, বাংলাদেশের প্রকৃত ইতিহাস আমাদের প্রজন্ম সন্তানদের জানাতে হবে এবং তাদের হৃদয়ে দেশপ্রেম সৃষ্টি করতে এই প্রতিযোগিতা যথেষ্ট অবদান রাখবে। নবরূপী শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতায় মুক্তিযুদ্ধ, ৭ই মার্চ বঙ্গবন্ধুর ভাষন, বাংলার প্রাকৃতিক দৃশ্য চিত্রাংকনের মাধ্যমে শিশুদের বাঙালী মানসিকতা ও মেধার বিকাশ ঘটবে বলে আমাদের বিশ্বাস।