হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ নানান কর্মসূচীর মাধ্যমে হরিপুর উপজেলা আ,লীগের উদ্দ্যেগে ঐতিহাসিক ১৭ মার্চ যথাযোগ্য মর্যাদায় পালন করা হচ্ছে। আজ বুধবার সকালে হরিপুর উপজেলা আওয়ামী লীগ অফিসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ মার্চ সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ১০ টায় উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন উপজেলা আওয়মীলীগ৷
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পপমাল্য অর্পণ শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নগেন কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জিয়াউল হাসান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম রিপন, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আ’লীগের সদস্য এডভোকেট মোজাফফর আহম্মেদ মানিক,এডভোকেট সোহরাব হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমজাদ আলী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জেসমিন আক্তার শিখাসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আ’লীগের নেতৃবৃন্দ।