সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মৌসুমের শেষে বাঁধাকপি পিস ৫ টাকা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে মৌসুমের শেষ ভাগে পাঁচ টাকায় মিলছে বাঁধাকপি। এতে লোকসান গুনছেন কৃষকরা। তবে দাম কম হওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
রোববার সকালে উপজেলার দেশমা হাট এলাকায় রাস্তার পাশে স্তূপ করে পাঁচ টাকা পিস বাঁধাকপি বিক্রি করতে দেখা গেছে।
ওই বিক্রেতার নাম আনোয়ার হোসেন। তিনি বিরামপুর পৌরশহরের হাবিবপুর এলাকার বাসিন্দা।
আনোয়ার হোসেন জানান, দাম বেশি পাওয়ার আশায় মৌসুমের শেষ ভাগে প্রায় এক বিঘা জমিতে বাঁধাকপি চাষ করেন তিনি। কিন্তু এখন সেই বাঁধাকপি তার গলার কাঁটা হয়েছে। বাজারে নামমাত্র মূল্যে তাকে এ সবজি বিক্রি করতে হচ্ছে। কখনো পাঁচ টাকায় আবার কখনো ৬-৭ টাকায় বিক্রি করছেন। এতে তার ১০-২০ হাজার টাকা লোকসান হবে বলে জানান আনোয়ার হোসেন।
খোঁজ নিয়ে জানা গেছে, এবার উপজেলায় এক হাজার ২৮০ হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। এরমধ্যে ৩ দশমিক ২৮ হেক্টর জমিতে ফুলকপি এবং ৪ দশমিক ১৮ হেক্টর জমিতে বাঁধাকপি চাষ করা হয়েছে।
আব্দুর রহিম নামের এক ক্রেতা বলেন, ‘পাঁচ টাকা দরে ২০ টাকায় চারটি বাঁধাকপি কিনলাম। বর্তমান বাজারে এর চেয়ে কম দামে পণ্য পাওয়া কঠিন। সব সবজির দাম যদি এমন হতো তাহলে আমাদের জন্য কতই না ভালো হতো।
আসলাম নামের এক কৃষক বলেন, ‘বাজারে আসলে সবজির যে দাম তাতে করে আমাদের চলা দায় হয়ে পড়েছে। ৫০০ টাকা নিয়ে আসলে ব্যাগ ভরেই না।তারপরও আমাদের কষ্ট করে চলতে হয়।’
বিরামপুর উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম বলেন, আমাদের এ এলাকায় চাহিদার চেয়ে বেশি সবজি আবাদ হয়। এলাকার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ঐতিহাসিক মুজিব নগর দিবস উদযাপন 

রাণীশংকৈলে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগের র‌্যালি ও সভা

পঞ্চগড়ে জাগপা’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুধবার থেকে ব্যাংকিং কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল ৪টা

আহম্মদনগরের ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনে কেন্দ্রীয় বিএনপির প্রতিনিধি দল

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ব্রিগেডিয়ার (অব:) আব্দুল মালিক স্মরণে স্মরণ সভা

বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

দিনাজপুরে গণজাগরণের যন্ত্রসংগীত উৎসব

নানা আয়োজনে খানসামায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন