সোমবার , ১ এপ্রিল ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ঘোড়াঘাটের বলগাড়ী হাট-বাজারে যেখানে সেখানে ময়লা আবর্জনা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ১, ২০২৪ ১১:২৮ অপরাহ্ণ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বলগাড়ি হাট-বাজার এখন ময়লা আর্বজনার ভাগাড়। এ হাটে ময়লা-আবর্জনা ব্যবস্থাপনার দিকে কারো নজর নেই। হাট ইজারাদারের পরিষ্কার পরিছন্নতা রাখার নিয়ম থাকলেও তা তিনি মানছেন না। এতে পরিবেশ দূষণে আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এলাকার জনজীবন। যেকোন সময় ছড়িয়ে পড়তে পারে ডেঙ্গুসহ নানা ধরনের ভাইরাসজনিত রোগ।
জানাগেছে উপজেলার বলগাড়ি হাট-বাজার বাংলা ১৪৩০ সনে সর্বোচ্চ দরদাতা হিসেবে এক বছরের জন্য লীজ নেয় মোঃ সাবু মিয়া। শর্ত অনুযায়ী ইজারাদার নিজ খরচে হাট বাজার পরিষ্কার পরিছন্নতা রাখার নিয়ম থাকলেও তিনি তা মানছেন না। তার বিরুদ্ধে স্বজন প্রীতিসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, মাছ বাজারে গরুর সেড তৈরী করে গরু লালন পালন করছেন সোহেল মিয়া, ও মাকসুদর রহমান নামে আর এক ব্যবসায়ী কাঠের আসবাবপত্র তৈরী কাজে ব্যবহার করছেন। পাইকারী কাঁচা বাজারে গড়ে তোলা হয়েছে ময়লার ভাগাড়, গোবরের পালা। হাট ইজারাদারের সহায়তায় পাইকারী কাঁচা বাজারে নুরুল হক ও মাকসুদুল গরু লালন পালনের কাজে ব্যবহার করছেন। স্থানীয় লোকজন এর পাশ দিয়ে হাঁটতে গিয়ে দুর্গন্ধের কারণে নাক চেপে ধরতে হচ্ছে। পরিষ্কার পরিছন্নতার কারণে হাটের একমাত্র পাবলিক টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এছাড়াও বাজারের পানি নিষ্কাশনের ড্রেনে ময়লা অবর্জনা ফেলার কারণে ভরাট হয়ে গেছে।
মুদি ব্যবসায়ী মো. আইনুল ইসলাম বলেন, হাটের বিভিন্ন স্থানে আবর্জনা ময়লার স্তুপ। নোংরায় ভরা পুরো এলাকা নিয়মিত পরিছন্নতা কার্যক্রম না চালানোর উৎকোর্ট গন্ধে টেকা দায়। তার মধ্যেই চলাচল করতে বাধ্য হচ্ছি আমরা। এছাড়াও হাটের বিভিন্ন স্থানে ময়লা আবর্জনা ফেলে রাখা হচ্ছে।
হাট ইজারাদার মো. সাবু মিয়া জানান, আমি নিয়মিত হাট বাজার পরিষ্কার পরিছন্নতা করছি, কোথাও ময়লা আবর্জনা নেই, আমার তো চোখে পড়ছেনা। ময়লা আর্বজনা দেখাতে পারলে তা পরিষ্কার করে দিব।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, বলগাড়ী হাটের পরিষ্কার পরিছন্নতার অভাবের বিষয়টি অবগত আছি। হাটের শর্ত অনুযায়ী ইজারাদের নিজ খরচে হাট বাজার পরিষ্কার পরিছন্ন রাখবেন। সরকারি নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলবেন। বাজার ব্যবস্থাপনা কমিটি বিষয়টি দেখভাল করার কথা। হাটের জায়গা কেউ যদি অবৈধ দখল করে থাকে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পবিত্র শবে বরাত উপলক্ষে বসেছে একদিনের মেলা

দিনাজপুরে মাদকদ্রব্য জব্দসহ মাদক কারবারি আটক

ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে শিশু শ্রম নিরসনে শিশু শ্রমিক পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়নে বিনামূল্যে বকনা বাছুর বিতরণ

পীরগঞ্জ জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী ও আসন্ন উপনির্বাচনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বালিয়াডাঙ্গীতে ফজিলাতুন্নেছা মুজিবের ৯১’তম জন্মবার্ষিকী ও আলোচনা সভা

বঙ্গমাতা বাঙালির অহংকার, নারী সমাজের প্রেরণার উৎস -হুইপ ইকবালুর রহিম এমপি

ধার দেয়া টাকা, হালখাতা করে তুললেন শিক্ষক

বীরগঞ্জে অবৈধ ইট ভাটায় অভিযানে ২ লাখ টাকা জরিমানা

বিরামপুরে ‘পদ্মা’র পর ‘সেতু’ও মারা গেল \ বেঁচে রইল ‘স্বপ্ন’

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক

সেতাবগঞ্জ সড়কের বাসে অজ্ঞেনপার্টি ব্যবসায়ীদের মাঝে আতংক