শুক্রবার , ৫ এপ্রিল ২০২৪ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে বিষ্ণুমূর্তিসহ মূর্তি পাচারকারী গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ৫, ২০২৪ ৮:৪০ অপরাহ্ণ

র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ৩ এপ্রিল ঠাকুরগাঁও জেলার ভুল্লী আউলিয়াপুর ইউনিয়নের ওয়ার্ডের অর্ন্তগত মাদারগঞ্জ মধ্যপাড়া সাকিনস্থ আব্দুল করিম (৪৫) পিতা- মৃত সোবহান শেখ এর উত্তর দূয়ারী টিনের তৈরি শয়ন কক্ষে একটি বিষ্ণুমূর্তি লুকানো আছে এবং উক্ত আসামী সেই মূর্তি বেচাকেনা করবে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১৩ এর সিপিসি-১ এর আভিযানিক দল অদ্য ১২.১০ ঘটিকায় সেখানে অভিযান পরিচালনা করে ঘরের মধ্যে হতে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো অবস্থায় ০১(এক)টি কালো রংয়ের কষ্টি পাথরের বিষ্ণুমূর্র্তি, যাহার দৈর্ঘ্য ২১ ইঞ্চি, প্রস্থ ৯.৫ ইঞ্চি এবং ওজন ১১.৪৫০ কেজি, উক্ত মূর্তির নিচের দুই হাতের কুনুই থেকে নি¤œাংশে সামান্য ভাঙ্গা, উক্ত মূর্তির নি¤œাংশে ২টি মাঝাড়ি মূর্তি সহ চারিদিকে ছোট ছোট কয়েকটি মূর্তি রয়েছে, যাহা অমূল্য প্রতœসম্পদ যার মূল্য অজানা। এছাড়া আরো ২টি সাদারংয়ের গোলাকৃতি পাথর, যার ১টির দৈর্ঘ্য ও প্রস্থ ১.৫ ইঞ্চি, একটিরওজন ১১০ গ্রাম এবং অপরটির দৈর্ঘ্য ও প্রস্থ ০.৮ইঞ্চি, ওজন ২৫গ্রাম, যার মূল্য অজানা। উক্ত কষ্টি পাথরের বিষ্ণুমূর্র্তি উদ্ধার করে মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে। ঘটনার সহিত জড়িত আটককৃত কুখ্যাত চোরাকারবারি মোঃ বাবু(৩২), পিতা-মোঃ জামাল বাদশা, সাং-চন্ডিপুর, জগন্নাথপুর ইউপি, থানা- ঠাকুরগাঁও সদর, জেলা-ঠাকুরগাঁও, বর্তমানসাং- কামারপাড়া, থানা- দেবীগঞ্জ, জেলা- পঞ্চগড় এলাকার চোরাকারবারী সিন্ডিকেটের অন্যতম সদস্য।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত শীর্ষ চোরাকারবারিপার্শ্ববর্তী দেশের সীমান্ত এলাকা দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কষ্টিপাথরের বিষ্ণু মূর্র্তিটি পাচারের জন্য সংরক্ষণ করছিল। ধৃত আসামীর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামী ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে অতি-দরিদ্র পরিবার উন্নয়ন কর্মসূচীর গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত

উর্বশী ফোরাম-এর পরবর্তী গান সালমা’র‘কইরোনাবিয়া’

বীরগঞ্জে ড্রাইভার আমিনুলের উপর স.ন্ত্রা.সী হা.মলা, ধরাছোঁয়ার বাইরে আসা.মিরা

খানসামায় ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলায় ভিড়

বর্ষা মৌসুমের আগেই জলাবদ্ধতা নিরসনে দিনাজপুর শহরের ড্রেন ও ক্যানেল পরিস্কার ও খনন সংস্কারের উদ্বোধন

পীরগঞ্জে চেতনানাশক স্প্রে দিয়ে ঘুম পাড়িয়ে ইটভাটা মালিকের বাড়িতে জানালা ভেঙ্গে চুরি

বীরগঞ্জে ৫ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি

বোদায় অর্ধ-শতাধিক অদম্য মেধাবী শিক্ষার্থীরা পেল হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি

দিনাজপুরে ১৭তম বানিজ্য মেলার উদ্বোধন

চিরিরবন্দরে সরিষার হলুদ ফুলের সমারোহ