চিরিরবন্দর (দিনাজপুুর) প্রতিনিধি: গ্রাম-বাংলার ঐতিহ্যবাহি হা-ডু-ডু খেলা উপভোগ করতে দিনাজপুরের খানসামায় স্থানীয় দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
গত রবিবার বিকালে উপজেলার খামারপাড়া ইউনিয়নের মালোরপাড়ের মামা-ভাগ্নে ইয়াং স্পোর্টিং ক্লাব প্রায় হারিয়ে যাওয়া এ হা-ডু-ডু খেলার আয়োজন করে। খেলায় রফিক ট্রেডার্স একাদশকে ২০ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে জহুরুল কসাই একাদশ।
আয়োজক সূত্রে জানা যায়, একসময় গ্রামীণ জনপদে হা-ডু-ডু, মোরগ লড়াই, দাঁড়িয়াবান্ধা, গোলাছুটের মতো বিভিন্ন খেলা ছিল আনন্দ ও বিনোদনের মাধ্যম। হারিয়ে যাওয়া এসব খেলা পুনরায় ফিরিয়ে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ হা-ডু-ডু প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীমান চন্দ্র দাস উপস্থিত ছিলেন।