রবিবার , ২১ এপ্রিল ২০২৪ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে ১৩ জন প্রার্থীর মনোনয়ন জমা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
এপ্রিল ২১, ২০২৪ ৭:৪৫ অপরাহ্ণ

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি :
আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ঠাকুরগাঁও জেলায় ৫ টি উপজেলা রয়েছে। সেগুলোর ভোট হবে তিনটি ধাপে।তবে প্রথম ধাপের মনোনয়ন দাখিল ইতিমধ্যে শেষ হয়েছে। রবিবার ২১ এপ্রিল দ্বিতীয় ধাপে রাণীশংকৈল উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য অনলাইনে মনোনয়ন দাখিল করেছেন প্রার্থী`রা। উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানাযায় এবার তিনটি পদের বিপরীতে ১৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে এবার যেহেতু আওয়ামী লীগের সিদ্ধান্ত মোতাবেক কেউ দলীয় পরিচয় বহন করে নির্বাচনে জোরপূর্বক দলীয় নেতাকর্মীদের দিয়ে ফাঁইদা নিতে পারবে না তাই একই দলের অনেক প্রার্থী মনোনয়ন পত্র অনলাইনে জমা দিয়েছে। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাণীশংকৈল উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সইদুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক` আহাম্মেদ হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য আব্দুল কাদের।

অপরদিকে দিকে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা করেছেন পদে রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও বর্তমান ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক প্রশান্ত বসাক, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক` রমজান আলী, উপজেলা কৃষক লীগের সভাপতি প্রধান শিক্ষক বাবর আলী, ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় সহ জাতীয়তাবাদী দল বিএনপি নেতা হযরত আলী।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন জমা দিয়েছেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা বেগম পুতুল, ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন ও শারমিন আক্তার।

উল্লেখ্য যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হবে আগামী ২৩ এপ্রিল, আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল আপিল নিস্পত্তি ২৭ থেকে ২৯ এপ্রিল প্রত্যাহারে শেষ সময় ৩০ এপ্রিল ও প্রতীক বরাদ্দ ২ মে বৃহস্পতিবার এবং ভোট গ্রহণ হবে আগামী ২১ মে মঙ্গলবার সকাল ৮ টা থেকে বিরতি হীন বিকাল ৪ টা পর্যন্ত।
রাণীশংকৈল উপজেলায় একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন রয়েছে। এবং মোট ভোটার সংখ্যা ১লাখ ৮৩ হাজার ৩ শত ৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ২ শত ৮১ জন ও মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত১০ জন।মোট ভোট কেন্দ্রে সংখ্যা ৬৬ টি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কুখ্যাত মোটর সাইকেল চোর পৌর কাউন্সিলর রাজ্জাক ৩ দিনের রিমান্ডে

আটোয়ারীতে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময়

বীরগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী খেলোয়াড়দের মাঝে খেলার সামগ্রী বিতরণ।

বীরগঞ্জে রাতের অন্ধকারে রাসায়নিক সার ব্যবহার করে ধানের ব্যাপক ক্ষতি করেছে দুর্বৃত্তরা

হরিপুর ৭ই মার্চ পালন উপলক্ষ্যে আওয়ামী লীগের র‌্যালী ও আলোচনা সভা

কয়েক লক্ষ টাকার প্রতারণা বিরলে সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষকে ঢাকায় সমাবেশে নিয়ে যাবার প্রস্তুতিকালে আটক

গাজায় ইস`রায়েলি হাম`লার প্রতিবাদে পাকেরহাটে বি`ক্ষোভ মি`ছিল ও সমাবেশ

যৌন হয়রানী মুক্ত পরিবেশ ও শিক্ষাঙ্গন নিশ্চিতকরণসহ বিভিন্ন দাবীতে দিনাজপুরে শিক্ষার্থী ও সুশীল সমাজের মানববন্ধন পালন

ঠাকুরগাঁও পৌরসভার কাউন্সিলর প্রার্থীর ইন্তেকাল

হরিপুরে সাপের কামড়ে এক নারীর মৃত্যু