বৃহস্পতিবার , ১৩ জানুয়ারি ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে জাতীয় সরকারের দাবিতে জেএসডি’র সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৩, ২০২২ ৬:০৩ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
জাতীয় সরকার গঠনের দাবিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র সমাবেশ অনুষ্ঠিত হয়। ১৩ জানুয়ারি বৃহস্পতিবার প্রেস কাব হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র জেলা শাখার আয়োজনে সমাবেশে ঠাকুরগাঁও জেলা কমিটির সভাপতি মোঃ মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন জেএসডি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আমির উদ্দিন বিএসসি, সদস্য মোঃ আবদুস সাদেক জিহাদী, রংপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক এবিএম মশিউর রহমান, ঠাকুরগাঁও জেলা জেএসডির সাধারণ সম্পাদক মোঃ শুভ রহমান, সদস্য মোঃ হামিদুর রহমান, মোঃ তোহিদুল ইসলাম, মোঃ শাহ আলম, মোঃ মনসুর আলী, মোঃ মাজেদুর রহমান প্রমুখ। বক্তারা অবিলম্বে জাতীয় সরকার গঠনের দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত