বুধবার , ২৬ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বোদায় নৌকাডুবির ঘটনার পর থেকেই খেয়াঘাট পারাপারে যাত্রীদের ভোগান্তি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৬, ২০২২ ১০:০৪ অপরাহ্ণ

মোঃ হকিকুল ইসলাম রানা,বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদা উপজেলার করতোয়া নদীর আউলিয়ার ঘাটে খেয়াঘাট পারাপারের সময় গত সেপ্টেম্বর মাসের ২৫ তারিখে নৌকাডুবিতে ৭২ জনের মৃত্যুর খবরে পঞ্চগড়সহ সারাদেশ শোকাহত হয়। অনাকাঙ্খিত সেই ঘটনায় দেশের ইতিহাসে আলোচিত নৌকাডুবিতে ৭২ জনের মৃত্যুর ঘটনায় নড়ে চড়ে বসে প্রশাসন। কিন্তু হঠাৎ প্রশাসনের কড়া নজরদাড়িতে প্রতিদিন বিপাকে পড়ছে করতোয়া নদী পারাপার হতে যাওয়া শুধু বোদা উপজেলার ১১টি খেয়াঘাটের লক্ষাধিক মানুষ। এ উপজেলার সীমানার উপর দিয়ে সারাবছর প্রবাহমান করতোয়া নদী প্রায ৩০ কিলোমিটার দীর্ঘ এবং সমগ্র পঞ্চগড় জেলায় করতোয়া নদী প্রায় ৮০ কিলোমিটার দীর্ঘ। দুঃখজনক হলেও নির্মম সত্য যে শুধু বোদা উপজেলাতেই ১১টি খেয়াঘাট এবং প্রবাহমান করতোয়া নদীর ৩০ কিলোমিটারে স্বাধীনতার ৫২বছরেও একটি সেতু দেখতে পায়নি উপজেলাবাসী। উপজেলাবাসী স্বপ্ন দেখেছিল মুজিব শতবর্ষে হয়তো সেতু হবে যেহেতু ছিটমহল বিনিময়ের সুবাদে অবহেলিত এই অঞ্চলে বিদ্যুৎ রাস্তাঘাটসহ উন্নয়নের ছোঁয়া লাগলোও কিন্তু সেতুর অভাব পূরণ হয় না। পঞ্চগড় জেলার প্রাচীনতম থানা বোদা এবং আয়তনেও সর্ববৃহৎ উপজেলা বোদা। বোদা উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে আয়তন ও জনসংখ্যায় সর্ববৃহৎ দুইটি ইউনিয়ন হচ্ছে কাজলদিঘি কালিয়াগঞ্জ ও বড়শশী। ০৮টি ইউনিয়নের অবস্থান উপজেলা প্রান্তে কিন্তু আয়তন ও জনসংখ্যায় বৃহৎ দুইটি ইউনিয়ন উপজেলা সদর থেকে বিপরীত দিকে দূরবর্তী প্রান্তে। দুইটি ইউনিয়নের জনসংখ্যা লক্ষাধিক তাই উপজেলার প্রশাসনিকসহ নানা কাজে কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন ও বড়শশী ইউনিয়নের মানুষকে প্রতিদিন পঞ্চগড় জেলা পরিষদ ও কালিয়াগঞ্জ, বেংহারী, বড়শশী, মাড়েয়া ইউনিয়ন পরিষদের আওতাধীন নিলাম ডাক দেওয়া ১১টি খেয়াঘাট পারাপার হতে হয়। স্বাধীনতার ৫২ বছরেও নদী পারাপারের জন্য সেতু হয়নি ১১টি খেয়াঘাটের কোনোটিতেই। তাই প্রতিদিনই খেয়াঘাট পারাপার হতে গিয়ে নানারকম ভোগান্তি ও হেনস্থার শিকার হন জনসাধারণ। স্বাধীনতার পর থেকে একাদশটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এ পর্যন্ত সকল নির্বাচনেই সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশ জাতীয় সংসদের ২নং আসন তথা পঞ্চগড় ২ আসনের এমপি। পঞ্চগড়-২ আসন তথা নিজ উপজেলার জনগণের কাছে তারা বারবার প্রতিশ্রæতি দিলেও জনগনের টাকায় জনগণের জন্য বোদা উপজেলায় ৩০ কিলোমিটার প্রবাহিত করতোয়া নদীর ১১টি খেয়াঘাটে একটি সেতুও উপহার দিতে সক্ষম হননি বা প্রতিশ্রæতি রক্ষা করতে পারেননি।
সম্প্রতি খেয়াঘাট পারাপারের নৌকাডুবির পর থেকে আর কোনো অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেজন্য খেয়াঘাটের নৌকায় ১০ জনের বেশি মানুষ একসাথে পারাপার করতে বিধি নিষেধ জারী করে প্রশাসন। সন্ধ্যার পর নৌকা পারাপারে অলিখিত বিধি নিষেধ আরোপ করে। অনেক কর্মজীবী মানুষ উপজেলার দাপ্তরিক কাজ শেষে বা কর্মক্ষেত্র থেকে বাড়িতে ফিরতে কিংবা হাট-বাজার শেষে বাড়ি ফিরতে রাত ৯টা ১০টা বেজে যায়। কষ্ট করে খেয়াঘাট পারাপার হয়েই তারা এভাবে চলাচলে অভ্যস্ত কিন্ত এখন প্রশাসনের কড়াকড়িতে তারা পড়েছে নতুন বিড়ম্বনায়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

তেঁতুলিয়ায় বাংলাবান্ধা স্থলবন্দরে সিকিউরিটি গার্ড নিয়োগে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ঠাকুরগাঁও জেলা তথ্য অফিসের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগিতা

দিনাজপুরে এক পরিবারের বিরুদ্ধে গ্রামবাসীর মানবন্ধন

লম্বা ছুটি শেষে স্কুল খুলতেই বড় সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে স্থানীয়রা

শীতে বেড়েছে ডায়রিয়া, ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল হাসপাতালে সেবার মান নিয়ে

লেখালেখিতে অবদান রাখায় সন্মাননা ক্রেষ্ট পেলেন রাণীশংকৈলের সাবেক ছাত্রনেতা বকুল

হেফাজত নেতা মামুনুল গ্রেফতার

বিপ্লবী কমিউনিস্ট লীগের দিনাজপুর জেলা শাখার সাবেক জেলা সম্পাদক কমরেড আনোয়ার আলী সরকারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনাজপুরে স্মরনসভা

দিনাজপুরে জলবায়ুর প্রভাবে ক্ষতিগ্রস্থ ফসল রক্ষায় বিকল্প ব্যবস্থা নিয়ে গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে সভা

রানীশংকৈলে ভুমিসেবা সপ্তাহ পালন