নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুরের নবাবগঞ্জে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সদস্য সচিব ও এএসিসিও গণের জন্য স্থানীয় সম্পদ আহরণ ও বাজেট ব্যবস্থাপনা বিষয়ে ২ দিনের কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কোর্সের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট(এনআইএলজি) ঢাকার পরিচালক( অতিরিক্ত সচিব) ড. আবু শাহীন মো. আসাদ্দুজামান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান। এ ছাড়াও সরকারি কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে ও উপজেলা প্রশাসন নবাবগঞ্জের বাস্তবায়নে ওই কোর্সে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যানের মধ্যে ৭জন সচিব ৭জন সদস্য ও এএসিসিগণ উপস্থিত ছিলেন বলে অনুষ্ঠানের সভাপতি জানান। প্রধান অতিথি অংশগ্রহণ কারীদের মাঝে বিষয়ের উপর আলোচনা করেন।