দিনাজপুরে বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষাবীদ ও স্থানীয় সুধীজনের অংশগ্রহণে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে অংশীজনের সাথে মতবিনিময় রংপুর বিভাগের নবাগত বিভাগীয় কমিশনার জাকির হোসেন।
বুধবার দুপুরে দিনাজপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মত বিনিময় সভা আয়োজন করে জেলা প্রশাসন।
এসময় আগত সকলের বিভিন্ন দাবী ও মতামতের ভিত্তিতে দিনাজপুর কে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেন বিভাগীয় কমিশনার ।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন,সিভিল সার্জন ডা. এ.এইচ.এম বোরহান-উল-ইসলাভ সিদ্দিকী।