দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন ও খামারীদের সেবা সহজিকরণে স্মার্ট লাইভস্টক সার্ভিস কমপ্লেক্স ব্যাপক সাড়া জাগিয়েছে। এখন গোবাদি পশুসহ বিভিন্ন ধরনের পশু-পাখি রোগ নিরাময় করতে ঘরে বসেই অনলাইনে সেবা দিচ্ছে স্মার্ট লাইভস্টক সার্ভিস।
বুধবার দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে গিয়ে দেখা যায় “এক নজরে স্মার্ট লাইভস্টক সার্ভিসের সেবা মূলক সাইনবোর্ড”। সেখানে ১নং কক্ষে অভ্যর্থনা, ২নং কক্ষে অপেক্ষা নীড়, ৩নং কক্ষে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষন, ৪নং কক্ষে গোবাদি প্রাণির চিকিৎসা, ৫নং কক্ষে পোষা প্রাণি ও পাখির চিকিৎসা, ৬নং কক্ষে অপারেশন থিয়েটার, ৭নং কক্ষে ঘাস চাষ ও টিকা বিষয়ক পরামর্শ, ৮নং কক্ষে যে সমস্ত মায়েরা তাদের পশু-পাখি চিকিৎসা করতে আসেন তাদের জন্য মাতৃ দুদ্ধ পান কক্ষের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া এনিমেল সেড এ রোগীর পশু-পাখিদের রাখার ব্যবস্থা করা হয়েছে। একই বেস্টনীর মধ্যে ওয়ান-স্টপ সার্ভিস এর মাঝে বিভিন্ন কক্ষে পৃথক পৃথকভাবে সেবা প্রদান করা হচ্ছে। দারিদ্র বিমোচনে এবং আত্ম-কর্মসংস্থান তৈরীতে উদ্যোক্তা উন্নয়নের জন্য নিয়মিত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভেটেরিনারি বিষয়ক ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। দিনাজপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ গোলাম কিবরিয়া জানান, ২০২৩ সালে ৪০.১ লক্ষ পশু-পাখির চিকিৎসা সেবা প্রদান, ১৭.২২ লক্ষ পশু-পাখিকে টিকা প্রদান করা হয়েছে। বেকার যুবকদের আত্ম-কর্মসংস্থানের জন্য গত বছর ২ হাজার যুবককে প্রশিক্ষন দেওয়া হয়েছে যা এই উপজেলার আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক প্রভাব ফেলেছে। উদ্যোগটি টেকশইযোগ্য করতে হলে প্রত্যেককে উদোমী হতে হবে এবং জনবল থাকতে হবে। প্রাণিসম্পদ উন্নয়নের জন্য ও প্রাণিদের রোগ নিরাময়ের ক্ষেত্রে এক্স-রে মেশিন বসাতে হবে।