বৃহস্পতিবার , ১০ নভেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জে নির্মানাধীন বহুতল ভবনে মাটি চাপা পড়ে ৪ নির্মান শ্রমিক আহত

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১০, ২০২২ ১১:১৪ অপরাহ্ণ

বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি॥- দিনাজপুরের বীরগঞ্জে নির্মানাধীন বহুতল ভবনের কাজ সময় মাটি চাপা পড়ে ৪ ইমারত শ্রমিক আহত হয়েছেন। সংবাদ পেয়ে বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলীর নেতৃত্ব ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত শ্রমিকরা হলেন উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা গ্রামের বছির উদ্দিনের ছেলে মোঃ ইয়াছিন আলী (২২), একই গ্রামের মোঃ সাহার আলীর ছেলে মোঃ মাহাবুব (১৮) ও হামিদুর ইসলামের ছেলে মোঃ আক্কাস আলী (২৯) এবং একই ইউনিয়নের সাদুল্ল্যাপাড়া গ্রামের মেহেরুল ইসলামের ছেলে মোঃ আরিফ (৩৩)।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বীরগঞ্জ পৌর শহরের বীরগঞ্জ সরকারী কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত শ্রমিক মোঃ ইয়াছিন আলী জানান, সকাল থেকে প্রায় ১০জন শ্রমিক ভবনের বেসমেন্ট এর কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরে দক্ষিণ পাশের মাটি ধসে আমাদের উপর পড়ে যায়। এতে ৪জন শ্রমিক আটকা পাড়ে। কর্মরত শ্রমিকরা একজন উদ্ধার করলেও ফায়ার সার্ভিস এসে বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বহুতল ভবনটির মালিক মৃত আলাউদ্দিন চৌধুরীর ছেলে পারভেজ মোহাম্মদ রুবায়েত আকতার চৌধুরী বলে তিনি জানান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মোঃ সাব্বির হোসেন জানান, আহতদের মধ্যে মোঃ ইয়াছিন আলী এবং মোঃ মাহাবুবকে ভর্তি রেখে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
বীরগঞ্জ ফায়ার ষ্টেশনের ওয়ার হাউজ ইন্সেপেক্টর মোঃ মেরাজ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার ষ্টেশনের কর্মীরা ঘন্টাব্যাপী চেষ্টা চালিয়ে সবাইকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় বেশ কয়েজন শ্রমিকের প্রাণহানির ঘটনা ঘটে যেতে পারতো। অসাবধানতার ফলে এই ঘটনাটি ঘটেছে বলেও তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করুন নিহত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা জরুরী —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

তেঁতুলিয়া থেকে চুরি হওয়া ট্রাক বীরগঞ্জ থেকে উদ্ধার- গ্রেফতার -১

এসিড নিক্ষেপকারী স্বামীর শাস্তি দাবী করে দিনাজপুরে সংবাদ সম্মেলন

তামিমকে ছাড়িয়ে সবার ওপরে মুমিনুল

বুদ্ধি প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সাথে মত বিনিময় সভায় স্বরূপ বকসী বাচ্চু প্রতিবন্ধী জনগোষ্ঠীকে পিছনে রেখে স্মার্ট বাংলাদেশ গড়া সম্ভব নয়

পীরগঞ্জে চিত্রাঙ্কনে ভাষা শহীদদের স্মরণ

ঠাকুরগাঁওয়ের রিভার ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

আওয়াল সভাপতি পলাশ সম্পাদক ||পীরগঞ্জে মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের কমিটি গঠন

ঠাকুরগাঁওয়ে মুকুলে ছেয়ে গেছে আমের গাছ : ভাল ফলনের আশা কৃষকের

ঠাকুরগাঁওয়ে নৈশ প্রহরী নিয়োগ বিষয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রধান শিক্ষক ও সভাপতি বিরুদ্ধে মামলা