বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের আওতায় ভাটপাড়া বিডি ০২৫৩ এর আয়োজনে যুবাদের শিশু সাংবাদিকতা বিষয়ক তিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শিশুদের দারিদ্রতা থেকে মুক্ত করার লক্ষ্যে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর অর্থায়নে এবং বাংলাদেশ ন্যাজ্যারীণ মিশন (বিএনএম) এর পরিচালনায় প্রকল্পের ভাটপাড়া অফিসের হলরুমে গত ২৩ হতে ২৫ এপ্রিল তিন দিন ব্যাপী যুবাদের শিশু সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তিন দিন ব্যাপী এ প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন, বিরল প্রেসক্লাবের সভাপতি এম, এ কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক শামু ও সদস্য সুবল রায়। বৃহস্পতিবার বিকালে প্রশিক্ষণের সমাপনি অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, প্রকল্প ব্যবস্থাপক মি. কমলেশ চন্দ্র রায় ও এল.সি.সি চেয়ারম্যান মি. মিলন চন্দ্র রায়। প্রশিক্ষণে ২৫ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহন করেন।