দিনাজপুরে বিএনপি’র জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। বেগম খালেদা জিয়ার মুক্তি, দফা দাবি আদায়, উপজেলা নির্বাচনসহ সকল স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে এই জরুরী সভা অনুষ্ঠিত হয়।
শনিবার বিকেলে জেল রোডস্থ জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
জেলা বিএনপির সভাপতি এ্যাড. মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি’র সঞ্চালনায় জরুরি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের রংপুর বিভাগীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আখতারুজ্জামান মিঞা।
জরুরি সভায় জেলা বিএনপির সহ-সভাপতিবৃন্দ, যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দ, সাংগঠনিক সম্পাদকবৃন্দসহ জেলা বিএনপির সম্পাদকমন্ডলির অন্যান্য সদস্য ও জেলার ১৩টি উপজেলা ও ৯টি পৌরসভার ২২টি ইউনিটের সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সভাপতি, প্রথম যুগ্ম আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদর, তাতীদল, জাসাসসহ সকল অঙ্গসহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল খালেক বলেন, দলের সিদ্ধান্ত অমান্য করে যারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে বা করবে তাদের আজীবন বহিষ্কার করা হবে। সভায় অন্যান্য বক্তারা দলের মধ্যে সমন্বয় ও নেতৃত্বের অভাব দুর করে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।