দিনাজপুর প্রতিনিধি \ দিনাজপুর ক্যাথলিক ধর্ম প্রদেশ এর বিশপ রেভাঃ সেবাস্তিয়ান টুডু বলেছেন, বাংলাদেশের উন্নয়নে এবং শিশু ও যুবদের অধিকার প্রতিষ্ঠার অগ্রযাত্রায় ওয়ার্ল্ড ভিশন চিরদিন স্মরণিয় হয়ে থাকবে। প্রতিটি শিশুর জন্য আমাদের স্বপ্ন জীবন তার ভরে উঠু পরিপূর্ণতায়, প্রতিটি হৃদয়ের জন্য আমাদের প্রার্থনা। সকল প্রকার বৈষম্য দূর করে শিশু-যুবদের অধিকার প্রতিষ্ঠায় এবং বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ওয়ার্ল্ড ভিশন অগ্রণী ভূমিকা পালন করছে।
গতকাল শনিবার মাতাসাগর লালুপাড়াস্থ পালকীয় কেন্দ্র মিলনায়তনে দিনাজপুর এপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে বাংলাদেশের সকল শিশুর জন্য আশা-আনন্দ ও ন্যায্যতার স্বর্ণালী ৫০ বছর উপলক্ষ্যে উন্নয়নের যাত্রায় শিশু ও যুব ফোরাম নেতৃবৃন্দের সাথে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা ও আলোকিত মানুষ হওয়ার আশায় মমবাতী প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়। দিনাজপুর এসিও অফিস, সিনিয়র ম্যানের অরবিন্দ এস গমেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিরিরবন্দর মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা মোছাঃ রুনা পারভীন ও দিনাজপুর প্রেসক্লাবের সাহিত্য ও পাঠাগার সম্পাদক কাশী কুমার দাস ঝন্টু। ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে থিম সং ও তথ্য প্রকাশ এবং ডকুমেন্টারী উপস্থাপন করেন প্রোগ্রাম ম্যানেজার যোহন মুর্মু, দীনো দাস। সার্বিক তত্ত¡াবধানে ছিলেন ডরিস লিয়া হাসদা, পলাশ ক্রুশ, সারামিতা হালদার। সঞ্চালকের দায়িত্ব পালন করেন রিচার্ড তাপস দাস। আলোচনা সভায় শিশু ফোরাম ও যুব ফোরামের পক্ষে বক্তব্য রাখেন আয়শা সিদ্দিক ও তৃষা শর্মা। শেষে শিশু ও যুব ফোরামের সদস্যরা বাল্য বিবাহ প্রতিরোধ, শিশু শ্রম বন্ধ, শিশু অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নানা তথ্য সম্বলিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।